লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসার সপ্তাহ শুরু হয়েছে, আর এই সময়টায় সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো উপহার। তবে কিছু বিশেষ উপহার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে! তাই উপহার দেওয়ার আগে সতর্ক না হলে ভালোবাসার সম্পর্কেও দেখা দিতে পারে টানাপোড়েন। তাহলে জেনে নিন, কোন কোন উপহার থেকে দূরে থাকাই ভালো।
প্রথমত, কালো রঙের উপহার- কালো রং নেতিবাচক শক্তির প্রতীক। ভালোবাসার সম্পর্ক মজবুত করতে চাইলে এই রঙের কোনো কিছু,যেমন পোশাক, ব্যাগ বা গয়না উপহার দেওয়া এড়িয়ে চলাই ভালো।
দ্বিতীয়ত, পারফিউম বা সুগন্ধি-অনেকেই সঙ্গীকে সুগন্ধি উপহার দিয়ে থাকেন, কিন্তু এটি সম্পর্কে বিভেদ সৃষ্টি করতে পারে বলে বিশ্বাস করা হয়। সুগন্ধি এক ধরনের বিমূর্ত বস্তু, যা দু’জন মানুষের মধ্যকার আবেগকে দুর্বল করতে পারে।
তৃতীয়ত, রুমাল-রুমাল প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস হলেও, এটি কান্না ও দুঃখের প্রতীক হিসেবে ধরা হয়। তাই সঙ্গীকে রুমাল উপহার দেওয়া সম্পর্কের মধ্যে অশান্তি ডেকে আনতে পারে।
চতুর্থত, কলম-অনেকে তাদের ভালোবাসার মানুষকে কলম উপহার দেন, এটি সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। কলম নতুন দিক নির্দেশ করে, কিন্তু অনেক সময় এটি বিচ্ছেদের প্রতীকও হয়ে দাঁড়ায়।
সবশেষে, জুতা-ভুলেও সঙ্গীকে জুতা উপহার দেবেন না। কারণ বিশ্বাস করা হয়, জুতা সম্পর্কের বিচ্ছেদের কারণ হতে পারে। এটি দু’জনের মধ্যে দূরত্ব তৈরি করে, এমনকি বিচ্ছেদও ডেকে আনতে পারে।
ভালোবাসার সম্পর্ক সুন্দর রাখতে শুধু উপহারই যথেষ্ট নয়, তার সঙ্গে প্রয়োজন ইতিবাচক শক্তি ও সঠিক চিন্তাভাবনা। তাই বিশেষ দিনে সঙ্গীকে উপহার দেওয়ার আগে একটু ভেবেচিন্তে নিন, যেন তা সম্পর্কের গভীরতা বাড়ায়, কোনো অশুভ প্রভাব না ফেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।