জুমবাংলা ডেস্ক : আমের জেলা চাঁপাইনবাবগঞ্জের বাজারে গুটিসহ অনেক বাহারি জাতের আম আসতে শুরু করেছে। তবে বাজারে আম কম হওয়ায় দামও চড়া। এ জেলায় অনেক জাতের আম চাষাবাদ করা হয়।
শুক্রবার (১০ জুন) সকালে কানসাটের আম বাজারে ১৫-২০ রকমের আম দেখতে পাওয়া যায়। সেগুলো হলো- গোপালভোগ, মধু চুষকী, বৃন্দাবনি, লখনা, ক্ষিরশাপাত, ক্ষুদি খিরশা, বাতাসা, বোম্বাই সুন্দরী, বৈশাখী, বোগলাগুটি, মালভোগ, কালুয়া, কালিভোগ, গুটি ল্যাংড়া, চালতা গুটি, সুন্দরী, গোলাপবাস, ল্যাংড়া, রাজভোগ, কালিভোগসহ আরও কয়েক রকমের আম।
পথচারিরা আম কিনুক আর না কিনুক অপরিচিত আমের দেখা পেলেই বিক্রেতাকে আমের নাম ও দাম জিজ্ঞাসা করছেন।
মাইনুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, এবার বাগানে আম কম। যে আমগুলো বাজারে উঠেছে সেগুলোও এখন পর্যাপ্ত নাই। আকস্মিক ঝড়ে গাছে কিছু আমের ক্ষতি হয়েছে। অনেক গাছ উপড়ে গেছে, পড়েও গেছে। ফজলি আশ্বিনা আমের ব্যাপক ক্ষতি হয়েছে।
আব্দুর রশিদ নামের আরেক ব্যবসায়ী বলেন, গত বছরের তুলনায় এবার আমের দাম অনেক। গত বছর গোপালভোগ আম ৯০০ থেকে ১২০০ টাকা মণে বিক্রি হয়েছে। কিন্তু এবার আমের রকমভেদে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত মণ বিক্রি হচ্ছে। গত বছরে গুটি জাতের আমগুলো ৬০০ থেকে ৮০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। কিন্তু এবার দাম বেড়ে মণ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকায়। গতবারে ক্ষিরশাপাত আম ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হলেও এবার শুরু থেকে মণ ২৫০০-৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। আর আকারে বেশ বড় আর গোলগাল ক্ষিরশাপাতগুলো ৪০০০ টাকা মণেও বিক্রি হচ্ছে।
মৌসুমের প্রথম থেকে বাজারে আমের দাম বেশি পাওয়ায় খুশি জেলার বাগান মালিকসহ ব্যবসায়ীরা। কিন্তু হতাশার সুর শোনা যাচ্ছে ব্যাপারীদের কন্ঠে। তাদের দাবি কানসাটে আমের দাম নাগালের বাইরে। অধিক দামে আম কিনে, পুঁজির টাকা উঠাতে হিমশিম খেতে হচ্ছে।
ঢাকা থেকে এসেছেন ব্যাপারী শামসুল আলম। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আম কিনে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করবেন। তিনি বলেন, এবার আমের দাম প্রথম থেকে বেশি। ৮০-৮৫ টাকা কেজি দরে যদি এখানেই আম কিনি, বাইরে গিয়ে কত দামে বেচবো।
ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, গত কয়েক বছর ধরে আমের ভরা মৌসুমে ছিলো রমজান মাস। এ মাসে আম খাওয়ার চাহিদা না থাকায় দাম বাড়েনি। এবার আমের মৌসুমে রমজান মাস নেই। তাই এবার আমের দাম চড়া।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার আমের দাম বেশি। আমের ভালো দাম পাওয়ায় খুশি আমচাষিরা। আম রপ্তানিতে ব্যবসায়ীদের সাহায্য করছেন বলেও জানান এ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।