ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ড রাজ্যের ফেক জেলার কাভুনহৌ কমিউনিটি রিজার্ভড ফরেস্টে নতুন একটি উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে। নিয়মিত উদ্ভিদ জরিপের সময় গবেষকরা শনাক্ত করেছেন ‘হোয়া নাগায়েনসিস’ (Hoya nagaensis), যা আগে কখনো বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত হয়নি।

গবেষকরা জানান, এটি হোয়া গণভুক্ত উদ্ভিদ। এই গাছের ফুল সাধারণত তারকা আকৃতির, আর কাণ্ড বা পাতা কাটলে দুধের মতো সাদা আঠালো রস নিঃসৃত হয়। এটি অ্যাপোসাইনেসি বা মিল্কউইড পরিবারভুক্ত, যা জীববৈচিত্র্যের দিক থেকে গুরুত্বপূর্ণ।
নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. গ্যাতি ইয়াম নেতৃত্ব দেন এই আবিষ্কারের, সঙ্গে ছিলেন ভিয়েনেইতে-ও কোজা ও জয়নাথ পেগু। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যের কিউ গার্ডেন-এর আন্তর্জাতিক জার্নাল ‘কিউ বুলেটিন’-এ।
তবে উদ্বেগের বিষয় হলো, এই প্রজাতি এখন পর্যন্ত মাত্র একটি স্থানে দেখা গেছে, যার কারণে এটি মারাত্মক ঝুঁকির মুখে। জুমচাষ এবং বনাঞ্চলে মানুষের ক্রমবর্ধমান হস্তক্ষেপের কারণে প্রজাতিটির আবাসস্থল হুমকির মধ্যে। প্রাথমিকভাবে এটি অত্যন্ত বিপন্ন (Critically Endangered) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গবেষকরা মনে করেন, এই আবিষ্কার শুধু অঞ্চলটির বনজীবনে অজানা উদ্ভিদ প্রজাতির সম্ভাবনা নয়, পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে পরিচালিত সংরক্ষণ ব্যবস্থার গুরুত্বও তুলে ধরে। ‘হোয়া নাগায়েনসিস’-এর আবিষ্কার প্রকৃতি সংরক্ষণে স্থানীয় মানুষের ভূমিকার এক চমৎকার উদাহরণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।