বিনোদন ডেস্ক : নীল জলরাশি আছড়ে পড়ছে বালিতে। ফেনায় ভরে আছে তটভূমি। তার মাঝে দু’ই উষ্ণ হৃদয়ের হিল্লোল। কখনও পাথরের খাঁজে, কখনও গুহার গহীনে সুরে-ছন্দে ঢেউ তুলছেন বিজয় দেবেরাকোন্ডা এবং অনন্যা পন্ডে।
পুরী জগন্নাথের আসন্ন ছবি ‘লাইগার’ মুক্তির আগে এমনই এক তুফান। ‘আফাত’ শিরোনামের নতুন গানটিতে পারদ চড়িয়েছে বিজয়-অনন্যার সমীকরণ।
সমুদ্রসৈকতে মনোরম পরিবেশে গানটি শ্যুট করা হয়েছে। তাতেই বেরিয়ে পড়েছে ছবির এক ঝলক, যা নিয়ে রীতিমত উচ্ছ্বসিত দর্শক ছবি মুক্তির দিন গোনা শুরু করলেন।
‘আফাত’ গানটিতে সুর করেছেন তানিস্ক বাগচী। গানের কথা রশ্মি বিরাগের। গেয়েছেন তানিস্ক ও জাহরা খান।
গান মুক্তির এক দিন আগে, বিজয় একটি ক্লিপ শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছে, অনন্যা বিজয়কে চুম্বন করছেন। তাঁর সঙ্গে লুকিয়ে লুকিয়ে বাইরে যাওয়ার অনুরোধ করছেন। কিন্তু শেষমেশ মায়ের উপস্থিতিতে ভেস্তে যায় অনুরাগ। বিজয় লিখেছিলেন, “সব সময়ই একজন সুন্দরী ড্রামা কুইন থাকেন, যিনি মা ও ছেলের মাঝে চলে আসেন!’’
সব মিলিয়ে ঝলক এবং দু’টি গান ‘লাইগার’ সম্পর্কে ইতিবাচক আগ্রহ তৈরি করতে পেরেছে।
খেলাধুলার জগৎ-কেন্দ্রিক অ্যাকশন ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় আগামী ২৫ অগস্ট মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।