জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের একটি গ্রামে উচ্চস্বরে গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাতে তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে সম্মিলিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে এলাকায় যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে উচ্চস্বরে অর্থাৎ সাউন্ড সিস্টেম ব্যবহার করে গানবাজনা করা যাবে না।
গ্রামের ওই বৈঠকের সিদ্ধান্তের পর গতকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে গণমাধ্যমে গান বাজনা নিষিদ্ধের খবর প্রচারিত হয়। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা হয়।
স্থানীয়রা জানান, মূলত রোববার রাতে চিকসা গ্রামের মুরুব্বিরা সিদ্ধান্ত নেন বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনা করা যাবে না।
গ্রামটিতে গানবাজনা নিষিদ্ধ এমন কথা কখনোই তারা বলেননি বলে জানিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জুনাব আলী। তিনি বলেন, ‘চিকসা গ্রামের লোকজন যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাকে অবগত করেছেন। তবে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে যেসব খবর আসছে সেটা সম্পূর্ন মিথ্যা।’
ইউপি চেয়ারম্যান জানান, এলাকায় অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ আছেন। এছাড়াও উচ্চস্বরে গান বাজনার জন্য শিশুদের অনেক সমস্যা হয়। তাই গ্রামে উচ্চস্বরে গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সনাতন ধর্মের পূজা ও মুসলমানদের ওয়াজ মাহফিলে সাউন্ড সিস্টেম ব্যবহারে কোন প্রকার বাঁধা নিষেধ নাই বলে জানান তিনি।
চিকসা গ্রামটি তাহিরপুর উপজেলা সদরের কাছাকাছি সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের পাশে অবস্থিত। সুনামগঞ্জ থেকে তাহিরপুর যেতে সড়কের ডান পাশে। গ্রামে ৫০০টির মতো পরিবার আছে। গ্রামটিতে বসবাস করা ৮৫ ভাগ মানুষ মুসলিম ধর্মের অনুসারী। আর সদর ইউনিয়নের যত গ্রাম রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় গ্রাম এটি। গ্রামটিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনও বসবাস করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।