স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে বিধ্বংসী ফর্মে আছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় এবারের নিলাম থেকে তাকে কিনে নিয়েছে দিল্লি। যদিও আগেও এই দলে খেলেছেন ওয়ার্নার। ২০০৯ সালে দিল্লি ডেয়ারডেভিলসে তিনি বীরেন্দ্রে শেবাগের অধীনে খেলতেন।
১৩ বছর পর ওয়ার্নার সম্পর্কে কিছু চমকপ্রদ ঘটনা প্রকাশ করলেন সাবেক বিধ্বংসী ওপেনার শেবাগ।
‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাতকারে শেবাগ সেই ঘটন নিয়ে বলেন, ‘আমি দলের কিছু খেলোয়াড়ের উপর প্রচণ্ড রাগ প্রকাশ করেছিলাম। ডেভিড ওয়ার্নার ছিলেন তাদের মধ্যে একজন। তিনি যখন সবে মাত্র দলে যোগ দিয়েছিলেন। কিন্তু অনুশীলন আর খেলার চেয়ে তার বেশি মনযোগ ছিল পার্টি করায়। প্রথম বছরে দলের কিছু খেলোয়াড়ের সঙ্গে তার ঝগড়াও হয়েছিল। তাই আমরা তাকে শেষ দুটি ম্যাচের আগে ফেরত পাঠিয়েছিলাম। ‘
শেবাগ আরও বলেছেন, ‘কখনও কখনও এমন হয় যে আপনি কিছু লোককে শিক্ষা দিতে চান এবং তার জন্য তাকে দল থেকে বের করে দিতে বাধ্য হন। তিনি একজন নতুন খেলোয়াড়, তাই তাকে বুঝতে হবে যে শুধু আপনিই দলের জন্য গুরুত্বপূর্ণ নন, বাকিরাও আছেন। আপনার জায়গায় অন্য খেলোয়াড় আছে যারা খেলতে পারে এবং দলকে জেতাতে পারে। আমরা তাকে দলের বাইরে রেখেছি এবং ম্যাচও জিতেছি। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।