পর্যটন বা ব্যবসায়িক ভিসা প্রদানে আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন একটি পরীক্ষামূলক কর্মসূচির পরিকল্পনা করছে, যার আওতায় ভিসা পেতে পর্যটকদের দিতে হতে পারে ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকা।
সোমবার (৪ আগস্ট) দেশটির পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রচেষ্টার লক্ষ্য হলো ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের ঠেকানো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
২০ আগস্ট থেকে শুরু হতে হওয়া ১২ মাসের পাইলট প্রোগ্রামটি মূলত সেইসব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে যাদের পর্যটন ও ব্যবসায়িক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে এসে মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় অবস্থান করার প্রবণতা বেশি।
এই নতুন ব্যবস্থা ভিসা আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করা নিশ্চিত করবে। যদি কোনো ব্যক্তি তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করে, তাহলে তার জমা রাখা বন্ডের সম্পূর্ণ বা আংশিক বাজেয়াপ্ত করবে।
যদিও নথিতে দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি। জুন মাসে, মার্কিন সরকার অন্যান্য উদ্বেগের মধ্যে ৩৬টি দেশের ভ্রমণকারীদের ওপর পূর্ণ বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার সম্ভাবনা ঘোষণা করেছিল।
পররাষ্ট্র দপ্তর ঘোষণায় বলেছে, এই প্রোগ্রামটি এক বছরের মধ্যে ২০ মিলিয়ন ডলার আয় করতে পারে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের শেষে, ২০২০ সালে হোয়াইট হাউস একই ধরণের ছয় মাসের একটি প্রোগ্রাম চালু করেছিল যা দুই ডজন দেশকে লক্ষ্য করে তৈরি হয়েছিল। সেসব দেশের বেশিরভাগই ছিল আফ্রিকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।