জুমবাংলা ডেস্ক : ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদল ওই এলাকা পরিদর্শন করেছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ পরিচয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফী নামের এক ব্যক্তি। তাকে নিয়েই ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে এমন ব্যক্তিকে চেনে না ঢাকায় অবস্থিত খোদ মার্কিন দূতাবাস।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘এ ধরনের তথ্য পুরোপুরি অসত্য।’
দূতাবাস সূত্র জানিয়েছে, কোনো ব্যক্তি মার্কিন দূতাবাস থেকে যাননি। এমনকি যেই পরিচয় উল্লেখ করা হয়েছে সেটিও সঠিক নয়।
এদিকে বাইডেনের ‘উপদেষ্টা’র পরিচয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন এবং সেখানে ব্রিফিংয়ের খবর ও ভিডিও প্রকাশ হয় গণমাধ্যমে। সেখানে বাইডেনের উপদেষ্টা বলে দাবি করা সেই ব্যক্তিকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়। এসময় তার পাশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
সংবাদ সম্মেলনে যিনি বক্তব্য রাখেন তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা মিয়ান আরাফী বলে পরিচয় করিয়ে দেন এক ব্যক্তি। তবে জো বাইডেনের উপদেষ্টা পরিচয় করিয়ে দেওয়া ব্যক্তি অবশ্য তার নিজের পরিচয় দেননি।
সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার সরকারের কাছে সুপারিশ করেন বলে জানান।
‘জো বাইডেনের উপদেষ্টা পরিচয়’ বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি হলে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলা হয়।
দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।