দুর্দান্ত ফিচারের সঙ্গে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, বাজার কাঁপাচ্ছে ভিভোর নতুন স্মার্টফোন

5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওজনে হালকা হলেও শক্তিশালী ব্যাটারি’র কল্যাণে দীর্ঘসময় কাজ করার নিশ্চয়তা দিচ্ছে ভিভোর ভি৪০ ফাইভজি স্মার্টফোনটি। গ্রাহকদের কাছে বর্তমান সময়ে ফোনের ফিচারগুলোর মধ্যে গুরুত্ব বহন করছে ব্যাটারির ব্যাকআপ। ফোনের ক্যামেরা, প্রসেসর, র‌্যাম, রমের পাশাপাশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ব্যাটারির পারফর্মেন্সও। তাই ফোনের ব্যাটারির দিকে বিশেষ নজর দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

5G

ভিভো জানিয়েছে, বর্তমান সময়ে চাহিদা বাড়ছে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং হালকা ওজনের স্মার্টফোনের। গ্রাহকদের কথা মাথায় রেখে চলতি বছরে আসা ভিভো ভি৪০ ফাইভজি ফোনটির ডিজাইন নজর দেওয়া হয়েছে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি বেশি হলেও খুব বড় জায়গা দখল করেনি।

ফলে ফোনের ওজনও বেশি হওয়ার সুযোগ নেই। তাই তো ফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্লুভোল্ট ব্যাটারি। এই ব্যাটারি মূলত সেকেন্ড জেনারেশন সিলিকন-কার্বন অ্যানোডস। তাই খুব বড় না হলেও ধারণ ক্ষমতা অনেক বেশি। আকারে ছোট ও পাতলা হওয়ায় স্মার্টফোনে কম জায়গা দখল করে। ফলে ফোনের ওজন কম হয় এবং এক হাতে ব্যবহার উপযোগী।

ভিভো ভি৪০ ফাইভজি ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অন্য ব্যাটারির তুলনায় এর এনার্জি ডেনসিটি ২০ শতাংশ বেশি। এছাড়া ফোনটির সাথে রয়েছে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ। ১৯০ গ্রাম ওজনের এই ফোনটি ভিভোর সবচেয়ে স্লিম স্মার্টফোন।

এমনটাই দাবি করছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা লেন্স। এছাড়াও রয়েছে জাইস সিনেম্যাটিক পোর্ট্রেট ভিডিও, জাইস স্টাইল বোকেহ, জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট। এসব সুবিধা আপনাকে দেবে প্রফেশনাল ছবি তোলার সুযোগ।

সাহসীকতার সমস্ত সীমা অতিক্রম অতিক্রম করলো এই ওয়েব সিরিজ, একা দেখুন

ফোনটিতে রয়েছে আইপি৬৮ এবং আইপি৬৯ সার্টিফিকেশন, যা মূলত পানি ও ধুলা প্রতিরোধী। গেম, ব্রাউজিং, সাথে ভিডিও চ্যাটিং সহ অনেক কাজের জন্য মাল্টিটাস্কিং স্মার্টফোন হতে পারে এটি। ফোনটিতে তাই ব্যবহার হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের থ্রিডি কার্ভড ডিসপ্লে। ১.৫কে আল্ট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লেতে লোকাল পিক ব্রাইটনেস পাওয়া যাবে ৪৫০০ নিটস। ভিভোর যেকোনো শোরুম বা ই-স্টোরে মিলবে ভিভো ভি৪০ ফাইভজি ফোনটি। দাম ৬২ হাজার ৯৯৯ টাকা।