বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে 21 মার্চ Vivo T3 5G স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। ফোনটি বাজারে আসার আগেই কোম্পানির পক্ষ জানানো হয়েছে ভিভো টি3 5জি ফোনটিতে MediaTek Dimensity 7200 চিপসেট দেওয়া হবে। তবে আজ এই আপকামিং ভিভো ফোনটিকে Google Play Console এ লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং থেকে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনের ডিটেইলস সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।
Vivo T3 5G এর লিস্টিং ডিটেইল
গুগল প্লে কনসোলে Vivo T3 5G ফোনটি V2334 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
লিস্টিং অনুযায়ী এই স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস Android 14 সহ লঞ্চ করা হবে।
Vivo T3 5G স্মার্টফোনটি 8GB RAM সহ গুগল প্লে কনসোলে লিস্টেড করা হয়েছে। তবে এই ফোনটির একাধিক ভেরিয়েন্টও বাজারে আসতে পারে।
গুগল প্লে কনসোলে Vivo T3 5G ফোনটিতে 440PPI সাপোর্টেড Full HD+ ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
লিস্টিং থেকে জানা গেছে আপকামিং ভিভো ফোনটিতে MediaTek MT688 কোডনেম সহ চিপসেট যোগ করা হবে, এটি ডায়মনসিটি 7200 চিপসেটের কোডনেম।
Vivo T3 5G ফোনটিতে 2.8Ghz Octa-Core Processor দেওয়া হবে বলে লিস্টিঙে জানানো হয়েছে।
গুগল প্লে কনসোলে থেকে জানা গেছে ভিভো টি3 5জি ফোনটি 4x ARM Mali G610 GPU সাপোর্ট করবে।
Vivo T3 5G এর দাম (লিক)
ভিভো টি3 5জি একটি মিড রেঞ্জ ফোন হতে চলেছে এবং এই ফোনের দাম 20 হাজার টাকার চেয়ে কম রাখা হবে। Vivo T3 5G ফোনের দাম 18,999 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনটি Crystal Flake এবং Cosmic Blue কালারে লঞ্চ হতে পারে। ফোনটির সঠিক দাম এবং লঞ্চ ডিটেইলস সম্পর্কে জানার জন্য আপাতত 21 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Vivo T3 5G এর স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: লিক অনুযায়ী Vivo T3 5G ফোনটিতে ফুলএইচডি + রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এমোলেড প্যানেলে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা যাচ্ছে।
প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে Vivo T3 5G ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হবে। এই চিপসেটটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং Nothing Phone 2a ফোনটিও এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। ভিভো টি3 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।
মেমরি: লিক অনুযায়ী ভিভো টি3 5জি ফোনটিতে 8জিবি এক্সটেন্ডেড RAM ফিচার যোগ করা হবে। এই ফোনে 8জিবি ফিজিক্যাল RAM থাকবে, ফলে এতে মোট 16জিবি RAM উপভোগ করা যাবে। এই ভিভো 5জি ফোনটি 128জিবি এবং 256জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো টি3 5জি ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক থেকে জানা গেছে ফোনটির ব্যাক প্যানেলে ওআইএস ফিচার সহ এফ/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেলের আইএমএক্স882 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হবে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 5G ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।