বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে Vivo v29 Series লঞ্চ করা হয়েছে। এই সিরিজের অধীনে Vivo V29 এবং Vivo V29 Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। সিরিজের ভ্যানিলা মডেল Vivo V29 এ 12GB পর্যন্ত RAM, অসাধারণ ক্যামেরা এক্সপেরিয়েন্সের জন্য অরা লাইট ফিচার, 6.78 ইঞ্চি এমোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ বেশ কিছু দুর্দান্ত ফিচার রয়েছে। এই পোস্টে Vivo V29 এর দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: Samsung ভারতে লঞ্চ করল Galaxy S23 FE, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Vivo V29 ফোনটি দুটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 128GB এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেল 32,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 36,999 টাকা দামে পেশ করা হয়েছে।
এই ফোনটি বাজারে স্পেস ব্ল্যাক, ম্যাজিস্টিক রেড এবং হিমালয়ান ব্লু কালারে সেল করা হবে। শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেইল আউটলেটের মাধ্যমে আগামী ১৭ অক্টোবর থেকে ফোনটি সেল করা হবে। এছাড়া আজ থেকেই এই ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে।
Vivo v29 ফোনের অন্যতম ফিচার এই ফোনের ক্যামেরা। এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, ফলে এতে অসাধারণ ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে।
ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে অরা লাইট রয়েছে। এর সাহায্যে রাতেও সুন্দর ফটো তোলা যাবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি দুর্দান্ত ব্যান্ডিং ফটোগ্রাফি করতে পারবে।
ডিসপ্লে: Vivo V29 5G তে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 2800 x 1260 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। প্রসেসর: কোম্পানি এই ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 778জি প্রসেসর যোগ করেছে।
স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনের সঙ্গে পেশ করা হয়েছে। এতে RAM + 128GB মেমরি এবং 12GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। ব্যাটারি: এই ফোনে 4600 এমএএইচ ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফলে এতে দীর্ঘ মেয়াদী ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি দ্রুত চার্জ করার সুবিধাও পাওয়া যাবে।
ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 16.418 cm × 7.437 cm × 0.746 cm এবং ওজন 186 গ্রাম। ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফান টাচ ওএস 13 এ কাজ করে। অন্যান্য: Vivo V29 ফোনে ব্লুটুথ, ওয়াইফাই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল সিম 5জির মতো অনেক প্রয়োজনীয় ফিচার আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।