বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো মার্চ মাসে তাদের প্রিমিয়াম Vivo V30 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি ভারতীয় ইউজারদের কাছে এখনও পর্যন্ত বেশ জনপ্রিয়। এবার কোম্পানি তাদের V40 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি আগের মডেলের ওপর 3,799 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া কথা ঘোষণা করেছে। তবে জানিয়ে রাখি এই অফার শুধুমাত্র 31 জুলাই পর্যন্ত চলবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ছাড় এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo V30 5G এর ডিসকাউন্ট অফার : ভারতীয় বাজারে Vivo V30 স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই তিনটি স্টোরেজ অপশনে এচডিএফসি, এসবিআই ক্রেডিট/ডেভিট কার্ড সয়াইপ এবং EMI ট্রানজ্যাকশন ওপর 10 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
এই ফোনের 8GB RAM +128GB স্টোরেজ অপশন ডিসকাউন্টের পর 30,600 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনের আগের দাম 33,999 টাকা ছিল। মিড মডেল 8GB RAM +256GB স্টোরেজ অপশন ডিসকাউন্টের পর 32,400 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনের আগের দাম 35,999 টাকা ছিল।
টপ মডেল 12GB RAM +256GB স্টোরেজ অপশন 10 শতাংশ ছাড় দেওয়ার পর 34,200 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনের লঞ্চের সময় 37,999 টাকা দামে সেল করা হচ্ছিল। কোম্পানি ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ 6 মাসের নো-কোস্ট EMI এবং একইসঙ্গে এক্সচেঞ্জ অপশনের সুবিধা দিচ্ছে।
জানিয়ে রাখি বর্তমানে শুধুমাত্র ভিভো E-স্টোরে এই অফার পাওয়া যাচ্ছে। আগামী 31 জুলাই পর্যন্ত চলবে। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য লিঙ্কে ক্লিক করুন। এই ফোনটি আন্দামান ব্লু, পীকক গ্রিন এবং ক্লাসিক ব্ল্যাক এর মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে।
Vivo V30 5G এর ফ্লিপকার্ট অফার : Vivo V30 5G ফোনটি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে। এই সাইটে ফোনটি প্রায় 3,400 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টে পাওয়া যাবে। যদি ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ব্যাবহার করা হয় তবে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
শপিং সাইট ফ্লিপকার্টে 3 থেকে 6 মাসের নো কোস্ট EMI অপশন দেওয়া হচ্ছে। ফ্লিপকার্টের মাধ্যমে Vivo V30 ফোনটি কিনতে চাইলে এখানে ক্লিক করুন। এই অফার 31 জুলাই পর্যন্ত রয়েছে।
Vivo V30 5G এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Vivo V30 স্মার্টফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে সহ এচডিআর 10 প্লাস, 120Hz রিফ্রেশ রেট এবং 2800নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে আলট্রা স্মার্ট কুলিং সিস্টেম রয়েছে।
স্টোরেজ: এই ফোনে 12জিবি RAM এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। একইসঙ্গে 12জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM এর সুবিধার পাওয়া যায়। ক্যামেরা: Vivo V30 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনে OIS ফিচারযুক্ত ও অরা লাইট ফিচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের লেন্স যোগ করা হয়েছে। ব্যাটারি: এই ফোনে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।