বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো শীঘ্রই তাদের ফোল্ডেবল স্মার্টফোন প্রোডাক্ট পোর্টফোলিও আরও বিস্তার করতে চলেছে বলে আশা করা হচ্ছে। কোম্পানি তাদের X Fold সিরিজের অধীনে Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro নামের দুটি ডিভাইস লঞ্চ করতে পারে। এর মধ্যে Vivo X Fold 3 Pro ডিভাইসটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা হয়েছে। এই লিস্টিং এবং ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
Vivo X Fold 3 Pro এর 3সি লিস্টিং : ভিভো এক্স ফোল্ড 3 প্রো স্মার্টফোনটি 3C সার্টিফিকেশন সাইটে V2337A মডেল নাম্বার সহ দেখা গেছে। 3C সার্টিফিকেশনে দেখা এই নতুন মোবাইলটি শক্তিশালী 120W ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফোনটিতে 5G কানেক্টিভিটির সাপোর্ট থাকতে পারে বলে জানানো হয়েছে। এক্স ফোল্ড 3 প্রো স্মার্টফোনটি V12060L1A0-CN এবং V12060L0A0-CN মডেল নাম্বার সহ চার্জার সাপোর্ট করবে। এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে এই স্মার্টফোনটি শীঘ্রই চীনে লঞ্চ করা হতে পারে।
ডিসপ্লে: Vivo X Fold 3 Pro ফোনে 2K রেজোলিউশন সহ এবং LTPO প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রীনে 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে। প্রসেসর: এই মোবাইলে প্রসেসিঙের জন্য Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হতে পারে।
স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য Vivo X Fold 3 Pro ফোনে 24GB পর্যন্ত র্যাম এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ক্যামেরা: Vivo X Fold 3 Pro ফোনে ফটোগ্রাফির জন্য অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এতে 50 মেগাপিক্সেলের OmniVision OV50H প্রাইমারি ক্যামেরা, 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে জানা গেছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Fold 3 Pro ফোনে 5700mAh ব্যাটারি থাকতে পারে। এটি 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সাপোর্ট করতে পারে। সিকিউরিটি : Vivo X Fold 3 Pro স্মার্টফোনে সিকিউরিটি ফিচার হিসেবে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হতে পারে। অপারেটিং সিস্টেম: Vivo X Fold 3 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।