বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে ভিভো এক্স৯০ সিরিজ। এবার বিশ্ব বাজারে এই ফোন লঞ্চের তোড়জোড় শুরু করেছে চিনা সংস্থাটি। স্যামসাং, আইফোনের মতো ব্র্যান্ডকে টেক্কা দিতে চিনের বাইরে এই ফোন লঞ্চের পরিকল্পনা করছে ভিভো।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি মালয়েশিয়ার ও ভারতের বাজারে বাজারে লঞ্চ হতে পারে Vivo X90 ও Vivo X90 Pro। এই ফোনগুলিতে কী ফিচার থাকবে। কত দামে লঞ্চ হতে পারে Vivo X90 সিরিজের ফোনগুলি?
রিপোর্টে জানানো হয়েছে Vivo X90 ফোনের দাম হতে পারে 3,699 রিঙ্গিত (প্রায় 70,000 টাকা)। মালয়েশিয়ায় নীল ও কালো রঙে লঞ্চ হতে পারে এই ফোন। অন্যদিকে Vivo X90 Pro – র দাম শুরু হতে পারে 5,299 রিঙ্গিত (প্রায় 99,000 টাকা থেকে)। তবে এই ফোন শুধুমাত্র কালো রঙে লঞ্চ হতে পারে। 12 GB RAM + 256 GB স্টোরেজে এই ফোন লঞ্চ হতে পারে। ভারতেও এই দামের আশেপাশেই লঞ্চ হবে Vivo X90 সিরিজ।
রিপোর্টে জানানো হয়েছে 31 জানুয়ারি লঞ্চ হবে Vivo X90 ও Vivo X90 Pro। একই দিনে ভারতেও এই ফোন লঞ্চের খবর সামনে এসেছে। জানা হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নয়া ফ্ল্যাগশিপ সিরিজ বিক্রি শুরু করতে পারে চিনা সংস্থাটি।
Vivo X90 সিরিজের ফোনগুলিতে থাকতে পারে 6.78 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকতে পারে 120 Hz রিফ্রেশ রেট। সঙ্গে থাকতে পারে 1300 nit ব্রাইটনেস। ফলে দিনের আলোতেও এই ফোন ব্যবহারে সমস্যা হবে না। Vivo X90 সিরিজের ফোনগুলির প্রধান আকর্ষণ ক্যামেরা। Vivo X90 – তে থাকবে 50 MP প্রাইমারি ক্যামেরা, সঙ্গে পাবেন 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা প 12 MP ডেপ্ত সেন্সর। অন্যদিকে Vivo X90 Pro – তে 50 MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকবে 50 MP আলট্রা ওয়াইড ক্যামেরা, 12 MP পোট্রেট টেলিফটো ক্যামেরা। দুটি ফোনেই 32 MP সেলফি ক্যামেরা দিচ্ছে ভিভো।
ময়মনসিংহের যুবক ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন
এই ফোনগুলিতে থাকতে পারে MediaTek Dimensity 9200 চিপসেট। সঙ্গে থাকতে পারে 12 GB RAM ও 256 GB স্টোরেজ। Android 13 অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে চলবে কোম্পানির Funtouch OS 13 স্কিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।