বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের ‘ওয়াই’ সিরিজের অধীনে চীনে একটি নতুন স্মার্টফোন ভিভো ওয়াই100টি 5জি লঞ্চ করেছে। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আজ এই ফোনের দামও জানানো হল। ভিভো ওয়াই100টি 5জি ফোনটিতে 64MP ক্যামেরা, 12GB র্যাম এবং MediaTek Dimensity 8200 প্রসেসরের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে।
Vivo Y100t 5G এর দাম
ভিভো ওয়াই100টি 5জি ফোনটি চীনে তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে এবং এরদাম 1499 ইউয়ান অর্থাৎ প্রায় 17,500 টাকা। এইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টটিতে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম 1699 ইউয়ান অর্থাৎ প্রায় 19,900 টাকা রাখা হয়েছে। Vivo Y100t 5G ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 1899 ইউয়ান অর্থাৎ প্রায় 22,500 টাকা।
Vivo Y100t 5G এর স্পেসিফিকেশন
স্ক্রিন: Vivo Y100t 5G ফোনে 2388 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.64 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল স্ক্রীনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 অক্টা-কোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি-জি610 জিপিইউ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y100t 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ওআইইএস এবং অ্যান্টি-শেক ফিচার সহ এফ/1.79 অ্যাপারচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ব্লার লেন্স যোগ করা হয়েছে। এছাড়া এই ভিভো ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y100t 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য এই স্মার্টফোনটি 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।