১২ জিবি র‌্যামের দুর্ধর্ষ স্মার্টফোন নিয়ে হাজির ভিভো, রইল দাম ও ফিচার

Vivo Y300 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনে ভিভো আজ তাদের Y-সিরিজের নতুন ডিভাইস লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে লেটেস্ট Vivo Y300 5G স্মার্টফোন পেশ করা হয়েছে। এই ফোনে 6.77 ইঞ্চির 120Hz ফ্ল্যাট AMOLED ডিসপ্লে, 6500mAh ব্যাটারি, 12GB RAM, 50MP রেয়ার ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা Vivo Y300 ফোনের চেয়ে ডিজাইন এবং স্পেসিফিকেশনের দিক থেকে অনেকটাই আলাদা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y300 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Vivo Y300 5G

Vivo Y300 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo Y300 5G ফোনে 6.77 ইঞ্চির Full HD AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, HDR10+, 120Hz রিফ্রেশ রেট ও 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিন Diamond Shield গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে।

প্রসেসর: প্রসেসিমহগের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A76 হাই পারফরমেন্স কোর এবং ছয়টি 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 পাওয়ার এফিসিয়েন্ট কোর রয়েছে। এর সঙ্গে এই ফোনে Arm Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 8GB / 12GB LPDDR4X RAM অপশনে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 128GB, 256GB এবং 512GB (UFS 2.2) ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP Samsung S5KJNS OIS প্রাইমারি সেন্সর এবং 2MP Galcore GC02M1 ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Vivo Y300 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি রয়েছে।

সফটওয়্যার: এই ফোনটি Android 14 এবং OriginOS 5 সহ পেশ করা হয়েছে।

অন্যান্য ফিচার: এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট, তিনটি স্পিকার ম্যাট্রিক্স এবং 3D প্যানোরামিক অডিও ফিচার দেওয়া হয়েছে। ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে।

ডায়মেনশন এবং ওজন: এই ফোনের ডায়মেনশন 163.57 x 76.18 x 7.79mm (ব্ল্যাক ও হোয়াইট কালার) ও 163.57 x 76.18 x 7.85mm (গ্রিন কালার) এবং ওজন 199.9 গ্রাম।

কানেক্টিভিটি: এই ফোনটি 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6 (2.4GHz + 5GHz), Bluetooth 5.4 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় কানেক্টিভিটি অপশন রয়েছে।

সৌদিপ্রবাসীদের জন্য সতর্ক বার্তা দিল দূতাবাস

Vivo Y300 5G ফোনের দাম : চীনে Vivo Y300 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির সবকটি মডেলের দাম নিচে জানানো হল। 8GB+128GB: 1399 ইউয়ান (প্রায় 16,200 টাকা) 8GB+256GB: 1599 ইউয়ান (প্রায় 18,600 টাকা ) 12GB+256GB: 1799 ইউয়ান (প্রায় 20,900 টাকা ) 12GB +512GB: 1999 ইউয়ান (প্রায় 23,200 টাকা)