চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পাচ্ছিলেন এক তরুণী। চোখেমুখে আতঙ্ক, পা কাঁপছে—তবু সিঁড়িতে উঠতেই হবে। ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পাশে থাকা এক তরুণ। কিন্তু সেই হাত বাড়ানোটা যে এমন বিপাকে ফেলবে, তা তিনি কল্পনাও করেননি।

তরুণটি যখন তরুণীর হাত ধরে সিঁড়িতে তুলতে চাইলেন, তখনই হঠাৎ ভয় পেয়ে তরুণী লাফিয়ে উঠে পড়েন তার কোলে। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে দু’জনেই পড়ে যান চলন্ত সিঁড়িতে। আশপাশের লোকজন হতভম্ব হয়ে যান ঘটনাটি দেখে। কিছুক্ষণের মধ্যেই ওই তরুণ নিজেকে সামলে নিয়ে তরুণীকে কোলে তুলে দাঁড় করান সিঁড়ির একটি ধাপে।
সম্প্রতি ভারতের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। তবে ঘটনাটি দেশটির কোথায় বা কবে ঘটেছে, তা স্পষ্ট নয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন ভিডিওটি প্রকাশ করেছে। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে সাজানো নাটক।
ভিডিওটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ বলছেন, দু’জনেই অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন। আবার অনেকে মন্তব্য করেছেন, এ সবই রিল বানানোর নাটক।
ঘটনা বাস্তব হোক বা সাজানো, ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক মিলিয়ন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



