ভক্তদের তোপের মুখে বাবর আজম

বাবর আজম

স্পোর্টস ডেস্ক : বর্তমান ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটারদের একজন বাবর আজম। পাকিস্তান তো বটেই, অসাধারণ ব্যাটিং শৈলী দিয়ে দেশের বাইরেও বড় সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন ২৭ বছর বয়সী ক্রিকেটার। সাধারণত প্রশংসাই পেয়ে থাকেন পাকিস্তান কাপ্তান, তবে এবার কড়া কথার তীরে বিদ্ধ হতে হলো তাকে। সমালোচনাটা অবশ্য খারাপ খেলার জন্য নয়, ভিন্ন একটা কারণে।

বাবর আজম

ফিটনেসের প্রতি যত্নশীল হওয়া একজন খেলোয়াড়ের প্রধান কাজ। মাঠে পারফরম্যান্স কেমন হবে সেটা অনেকাংশেই নির্ভর করে ফিটনেসের ওপর। তারকা ক্রিকেটার হওয়া সত্ত্বেও ইদানিং বোধহয় বিষয়টা ভুলতে বসেছেন বাবর। মূলত এ কারণেই তোপের মুখে পড়েছেন পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্রাউজার এবং ফুল হাতা টি-শার্ট পড়া নিজের তিনটি ছবি পোস্ট করেছেন বাবর। ক্যাপশনে এই ক্রিকেটার লিখেছেন, ‘ব্যক্তিত্ব আপনার পথ তৈরি করে দেয়।’ এই পোস্ট করার পর থেকেই ঘটনার সূত্রপাত।

ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, আগের সেই খেলোয়াড়সূলভ ছিপছিপে ফিটনেস নেই বাবরের। অনেকটাই মুটিয়ে গেছেন পাকিস্তানের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। যেটা মেনে নিতে কষ্ট হচ্ছে সমর্থকদের। তাই সমালোচনা করার পাশাপাশি বাবরকে পরামর্শও দিয়েছেন অনেকেই। যেনো আগের ফিটনেসে ধরে রেখে জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দিতে পারেন তিনি।

ভারতের অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার প্রসঙ্গ টেনে আমান উল্লাহ নামের এক ভক্ত বাবরের পোস্টে রিটুইট করেছেন, ‘পেট তো বের হয়ে যাচ্ছে ভাই। কিছু একটা করেন। আবার না রোহিতের মতো হয়ে যান।’

https://inews.zoombangla.com/utla-porsa-joubon/

হুদা নামের আরেক ভক্ত লিখেছেন, ‘আপনার স্বাস্থ্য নিয়ন্ত্রণ করুন। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি পাকিস্তানের সম্পদ।’ নিখিল রাজপুত নামের এক ভক্তের পরামর্শ ছিল এমন, ‘ফিটনেস নিয়ে বাড়তি কাজ করুন, যদি আপনি ৩৬-৩৭ বছর পর্যন্ত ক্রিকেট খেলে যেতে চান।’