ভরা রাস্তায় প্রকাশ্যে উদ্দাম ড্যান্স যুবতীর, ভাইরাল ভিডিও

উদ্দাম ড্যান্স

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে ইনস্টাগ্রাম অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম।

উদ্দাম ড্যান্স

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি সহেলী রুদ্র নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সহেলী রুদ্র নামটা বেশ পরিচিত একটি নাম বর্তমান প্রজন্মের কাছে। সোশ্যাল মিডিয়ার পাতায় রিল বানানোর মাধ্যমেই পরিচিত হয়েছেন তিনি। তিনি প্রায়ই নিজের বানানো একাধিক রিল ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি কালো ডেনিম ও ক্রপ শার্টে ‘ পাঠান ‘ এর গানে নিউ মার্কেটেই তুমুল নাচ এই যুবতীর। ‘বেশারাম রাঙ্গ’ এর তালেই একরাস লোকের সামনে নাচ সহেলীর।

নোরা ও টেরেন্সের উদ্দাম ড্যান্সে ঝড় উঠলো নেট দুনিয়ায়

তাকে এমন করে লোকের মাঝে নাচতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন ঐখানে উপস্থিত প্রায় সকলেই। কারোর কারোর তো মাথায় হাত তাকে নাচতে দেখে। তবে পাবলিক রিয়্যাকশন দেখে বেশ মজাই পেয়েছেন সোহেলী। উল্লেখ্য,‌ খুব শীঘ্রই দীর্ঘ প্রতীক্ষিত ‘ পাঠান ‘ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত এই ছবি ২০২৩’ এর জানুয়ারিতেই দেখতে পাবেন সিনেমাপ্রেমীরা।