ভরা মৌসুমেও চালের দামে ঊর্ধ্বগতি

Rice

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে ভরা মৌসুমেও সব ধরনের চালের দাম বেড়েছে। খুচরা বাজারে প্রতিকেজি চালের দাম সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা স্বল্প আয়ের মানুষের জন্য দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা এ মূল্যবৃদ্ধির জন্য কর্পোরেট চালকল ও উত্তরবঙ্গের ব্যবসায়ীদের দায়ী করেছেন।

Rice

গত বছরের জুলাই থেকে চালের দাম অব্যাহতভাবে বাড়ছে। বিশেষ করে গত আগস্টে ফেনী ও কুমিল্লা অঞ্চলে বন্যার পর থেকে চালের বাজারে অস্থিরতা লক্ষ্য করা গেছে। তখন প্রতি কেজি চালের দাম একধাপে ৪ থেকে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। ব্যবসায়ীরা সেসময় দাবি করেছিলেন, বন্যায় ধানের চারা নষ্ট হওয়ায় নতুন ধান উঠা পর্যন্ত চালের দাম কমার সম্ভাবনা নেই।

বর্তমানে আমন ধানের মৌসুম চলছে। তবে চালের দাম কমার বদলে আরও বেড়েছে। চট্টগ্রামের বাজারে এক মাস আগেও যে মোটা চাল ৭০-৭২ টাকায় পাওয়া যেত, এখন তা ৮০-৮২ টাকায় বিক্রি হচ্ছে। চিকন চালের দাম আরও বেশি।

বাজার বিশ্লেষকদের মতে, চট্টগ্রামের স্থানীয় উৎপাদন চাহিদা পূরণে অপ্রতুল হওয়ায় দেশের অন্যান্য অঞ্চল, বিশেষত উত্তরবঙ্গ থেকে চাল আমদানি করা হয়। তদারকির অভাবে একটি পক্ষ নানা অজুহাতে চালের দাম বাড়াচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ বলছে, বাজারে কেবল খুচরা পর্যায়ে নয়, মিল ও চালকল পর্যায়েও সুষ্ঠু তদারকির প্রয়োজন।

ইতোমধ্যে ভারত থেকে প্রায় ৭ হাজার মেট্রিক টন চাল এসেছে। কিন্তু তাতেও বাজারে দাম কমেনি। বরং, গত এক মাসে প্রতিকেজি চালে ৬ থেকে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে।

OnePlus Nord 5: 220MP ক্যামেরা ও 6200mAh ব্যাটারির অসাধারণ স্মার্টফোন

বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের জন্য বিশেষভাবে কষ্টকর। বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভোক্তারা।