জুমবাংলা ডেস্ক : কেক কেটে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় টাঙ্গাইলের ভূঞাপুরে হাসান আলী (৩৬) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়। এর আগে গতকাল রবিবার (৫ জানুয়ারি) রাতে হাসান আলী পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হাসান আলী উপজেলা পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে।
তিনি নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী।
জানা যায়, গত শনিবার (৪ জানুয়ারি) নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং ভিডিও ফেসবুকে পোস্ট করেন যা ভাইরাল হয়।
ভূঞাপুর থানার ওসি বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবর পেয়ে অভিযান চালানো হয়।
তবে সেসময় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী হাসানের নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।