আন্তর্জাতিক ডেস্ক : চারদিক ধবধবে সাদা বরফ। পুরো এলাকাই যেন তীব্র ঠাণ্ডায় জমে গেছে। সেই বরফের মাঝে দাঁড়িয়ে আছে একটি প্লেন সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গেছে।
রাশিয়ার পোলার এয়ারলাইন্সের একটি প্লেন সাইবেরিয়ার বরফের মাঝে নামানো হয়েছিল। ভুল করে সেখানে প্লেন নামিয়ে ফেলেছিলেন পাইলট। জানা গেছে, ছবিতে যে বিস্তীর্ণ বরফের চাদরের উপর বিমানটিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, সেটি আসলে নদী। রাশিয়ার একেবারে পূর্ব প্রান্তে পূর্ব সাইবেরিয়ার কোলিমা নদীতে প্লেনটি নামিয়েছিলেন চালক।
ভিডিওতে দেখা গেছে, বরফের বিস্তীর্ণ প্রান্তরের মাঝে একটি সাদা বিমান দাঁড়িয়ে আছে। তার চাকাগুলো আটকে গেছে বরফে। প্লেনের সামনে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাদের পোশাক থেকে স্পষ্ট যে, তারা ওই প্লেন সংস্থার সঙ্গেই যুক্ত।
১৪ বার চেষ্টার পরও গর্ভধারণে ব্যর্থ, সালমানের সাহায্যে সন্তানের জন্ম দিলেন তিনি
নদীর উপর প্লেন নামানোর ফলে বড়সড় বিপদ ঘটতে পারত। বরফ কোনওভাবে গলে গেলে আর সেটিকে আকাশে ওড়ানো সম্ভব হতো না। ওই প্লেনে ৩০ জন যাত্রী এবং কয়েকজন বিমানকর্মী ছিলেন। কারও কোনও ক্ষতি হয়নি। বেশ কিছুক্ষণ বরফের মাঝেই দাঁড়িয়ে ছিল বিমানটি। পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই ঘটনা ঘটল, প্লেন সংস্থার পক্ষ থেকে সে বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন, বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।