জুমবাংলা ডেস্ক : চাঁদপুর জেলার কচুয়ায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভুট্টার বাম্পার ফলন হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কৃষকরা ভুট্টা কাটা ও মাড়াই কাজে ব্যস্ত।
উপজেলা কৃষি অফিসসূত্রে জানা গেছে, রবি মৌসুমে কচুয়ায় ১২টি ইউনিয়নে ১ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। অধিক ফলনের আশায় চাষিরা প্রচুর শ্রম দিয়েছেন। ফলনও হয়েছে ভালো। ফলে কৃষকের মুখে সোনালি হাঁসি।
মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা গাছের পাতা সুষম গো-খাদ্য এবং কান্ড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ফলে একদিকে যেমন কৃষক তার গবাদি পশু পালন ও জ্বালানি চাহিদা মেটাতে পারে অপরদিকে বাজারে ভুট্রার ব্যাপক চাহিদা থাকায় কৃষক এ ফসলে আগ্রহী হয়ে উঠছে। বিভিন্ন অঞ্চলে চলতি মৌসুমে এই ভুট্টা চাষ হয়েছে।
কৃষকরা জানান, এবার গতবারের চেয়ে ফসল ভালো হয়েছে আর বাজারে এবার দামও ভালো তাই তারা এবার গতবারের তুলনায় লাভবান হবেন বলে আশাবাদী।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, বর্তমানে বাজারে ভুট্টা ১২০০ থেকে ১৩০০ টাকা মন বিক্রি হচ্ছে। আর এভাবে ভুট্টার দাম বাড়তে থাকলে কৃষকরা ভুট্টা চাষ করে আগামীতে আরও লাভবান হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।