আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান ফিলি.স্তিন-ইস.রায়েল সংঘা.ত থামানোর আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল রবিবার রোমের সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনাসভার পর বক্তৃতা দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘যু.দ্ধে কখনো কারো জয় হতে পারে না। মানব সভ্যতায় যু.দ্ধ মানে বরাবরই হার।’
গত ৭ অক্টোবর শনিবার ইস.রায়েল ভূখণ্ডে হা.মলা চালায় মুক্তিকা.মী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হা.মাস। হামাসের হাম.লার জবাবে পাল্টা রকে.ট ও বো.মা হা.মলা করে ইসরা.য়েলের বা.হিনী। গা.জা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সংঘাত শুরুর পর প্রায় ১৪ দিন পানি ও জ্বালানি প্রবেশ করেনি গাজায়। তীব্র মানবিক সংকটে আছেন লাখ লাখ ফিলি.স্তিনি। রাফাহ সীমান্তে এসেও ত্রাণবাহী ট্রাক আটকেছিল কূটনৈতিক জটিলতার কারণে। অবশেষে ২১ অক্টোবর শনিবার সেই ট্রাক ঢুকে। সেই বহরে ছিল ২০টি ট্রাক। এরপর আজ সোমবার আরও ১৪টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে।
ক্যারিয়ার বাঁচাতে হেনস্তাকারী সেই পরিচালকের সিনেমাতেই কঙ্গনা
গাজা উপত্যকায় আরও মানবিক সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছেন পোপ। পোপের অফিস থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে প্রায় ২০ মিনিট ফোনে কথা হয়েছে তার। পোপের মতামত নিয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।