Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ওয়ারিশ হিসেবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি কীভাবে উদ্ধার করবেন?
    আদালত লাইফ হ্যাকস

    ওয়ারিশ হিসেবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি কীভাবে উদ্ধার করবেন?

    Mynul Islam NadimMay 21, 20253 Mins Read
    Advertisement

    লাইফস্টাইল ডেস্ক : ওয়ারিশ হিসেবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি না পেলে তা কীভাবে আইনি পদ্ধতিতে উদ্ধার করা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মো. আমির হামজা লিমন। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি মুসলিম উত্তরাধিকার আইনের প্রেক্ষাপটে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

    উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি

    তিনি বলেন, মুসলিম উত্তরাধিকার আইনে বন্টনযোগ্য সম্পত্তি প্রথমে অংশীদারদের মধ্যে তাদের নির্ধারিত অংশ অনুসারে বণ্টিত হয়। এরপর যদি অবশিষ্ট কিছু থাকে, তা রেসিডুয়ারিদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। অংশীদার বা রেসিডুয়ারি কেউ না থাকলে তখন দূর সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সম্পত্তি ভাগ হয়।

    আইনজীবী হামজা লিমন উল্লেখ করেন, উত্তরাধিকার আইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি রয়েছে। যেমন, মৃত ব্যক্তির সঙ্গে যার মাধ্যমে সম্পর্ক, যদি সে জীবিত থাকে, তবে তার অধীনে থাকা অন্য আত্মীয় ওয়ারিশ হতে পারে না।

    যেমন, পিতা জীবিত থাকলে ভাই সম্পত্তি পায় না। একইভাবে, একই শ্রেণির উত্তরাধিকারীর ক্ষেত্রে নিকটবর্তীর কারণে দূরবর্তী আত্মীয় বঞ্চিত হয়, যেমন পিতা জীবিত থাকলে দাদা বঞ্চিত হন। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন কন্যা থাকলেও ভাইয়ের ছেলে বঞ্চিত হয় না।

    তিনি আরও বলেন, পাঁচ ধরনের উত্তরাধিকারী কোনো অবস্থাতেই সম্পত্তি থেকে বঞ্চিত হন না—সন্তান (পুত্র ও কন্যা), পিতা, মাতা, স্বামী ও স্ত্রী। এদেরকে প্রাথমিক উত্তরাধিকারী বলা হয়। এর মধ্যে তিনজনের বিকল্প উত্তরাধিকারী রয়েছে—সন্তানের সন্তান, দাদা এবং দাদী বা নানী। স্বামী ও স্ত্রীর কোনো বিকল্প ওয়ারিশ নেই।

    যদি প্রাথমিক উত্তরাধিকারী জীবিত থাকেন, তবে তাদের বিকল্পরা সম্পত্তি পাবে না, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন, যদি পুত্র না থাকে কিন্তু একটি কন্যা ও ছেলের কন্যা থাকে, তাহলে কন্যা পাবে ১/২ অংশ এবং পুত্রের কন্যা পাবে ১/৬ অংশ।

    এ ছাড়া, সাধারণভাবে একই স্তরের নারী ও পুরুষের ক্ষেত্রে নারীরা পুরুষের অর্ধেক অংশ পান। যেমন, কন্যা পুত্রের অর্ধেক অংশ পাবেন। কেউ যদি যার সম্পত্তি বণ্টন হচ্ছে তাকে হত্যা করেন কিংবা ভিন্ন ধর্ম গ্রহণ করেন, তবে সে ব্যক্তি উত্তরাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত হবেন।

    হামজা লিমন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন, কোনো ব্যক্তির মৃত্যুর সময় যেসব আত্মীয় জীবিত থাকবেন, তারাই উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হবেন। যেমন, কেউ মৃত্যুর সময় পিতা, পিতার পিতা, মাতা, মাতার মাতা, দুই কন্যা ও পুত্রের কন্যাকে রেখে গেলে সম্পত্তির বণ্টন হবে এভাবে—পিতা পাবেন ১/৬ অংশ, মাতা পাবেন ১/৬ অংশ, দুই কন্যা পাবেন ২/৩ অংশ। বাকি আত্মীয়রা কন্যা ও পিতার কারণে বঞ্চিত হবেন।

    আরও একটি উদাহরণে, কোনো ব্যক্তি মৃত্যুর সময় পিতা, মাতা, এক কন্যা ও চারজন পুত্রের কন্যাকে রেখে গেলে পিতা ও মাতা প্রত্যেকে ১/৬ অংশ, এক কন্যা পাবে ১/২ অংশ, আর চারজন পুত্রের কন্যা সম্মিলিতভাবে পাবে ১/৬ অংশ (প্রত্যেকে ১/২৪ করে)।

    অন্যদিকে, যদি কারও মৃত্যু কালে শুধু পিতা, মাতা ও এক বোন জীবিত থাকেন, তবে সম্পত্তির বণ্টন হবে পিতা ১/৩ ও রেসিডুয়ারি হিসেবে ২/৩ অংশ পাবেন। এক্ষেত্রে বোন সম্পত্তি পাবেন না, কারণ পিতা জীবিত থাকায় তিনি বঞ্চিত হন।

    তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই মৃত ব্যক্তির পিতা, মাতা, স্বামী বা স্ত্রীকে বাদ দেওয়া যাবে না। এদের অংশ আগে নির্ধারণ করে তারপর অন্যদের মাঝে বণ্টন করতে হবে। উদাহরণস্বরূপ, কেউ মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাকে রেখে গেলে পিতা ও মাতা প্রত্যেকে পাবেন ১/৬ অংশ, স্ত্রী পাবেন ১/৮ অংশ এবং অবশিষ্ট অংশ দুই পুত্র ও দুই কন্যার মাঝে বণ্টন হবে, যেখানে প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ অংশ পাবে।

    অ্যাডভোকেট হামজা লিমন বলেন, এ ধরনের উত্তরাধিকার জটিলতা নিরসনে আইনজীবীর পরামর্শ গ্রহণ ও প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়া উচিত। মুসলিম উত্তরাধিকার আইন পরিষ্কারভাবে বণ্টনের নিয়ম নির্ধারণ করেছে, তাই আইন জানলেই সঠিকভাবে নিজের প্রাপ্য উদ্ধার করা সম্ভব।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আদালত উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি উত্তরাধিকার: উদ্ধার ওয়ারিশ করবেন কীভাবে? প্রাপ্য লাইফ সম্পত্তি সূত্রে হিসেবে হ্যাকস
    Related Posts
    তিমি মাছ

    তিমি মাছের বমি বিক্রি হয় কোটি টাকায়, কেন এত মূল্যবান এটি

    October 12, 2025
    টেস্টটিউব বা সারোগেসির

    টেস্টটিউব বা সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দেওয়া কি জায়েজ

    September 19, 2025
    নিম পাতা

    ত্বকের যত্নে প্রাচীন ভরসা নিম পাতা

    September 18, 2025
    সর্বশেষ খবর
    তিমি মাছ

    তিমি মাছের বমি বিক্রি হয় কোটি টাকায়, কেন এত মূল্যবান এটি

    টেস্টটিউব বা সারোগেসির

    টেস্টটিউব বা সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দেওয়া কি জায়েজ

    নিম পাতা

    ত্বকের যত্নে প্রাচীন ভরসা নিম পাতা

    প্রধান বিচারপতি

    দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

    ক্যালসিয়ামের-অভাব

    কীভাবে বুঝবেন শরীরে ক্যালসিয়ামের অভাব

    আদালত

    ট্রাস্ট ব্যাংকের মামলায় আমান গ্রুপের এমডি ও পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    Sarjis

    হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

    High Court

    হাইকোর্টে অতিরিক্ত ২৫ বিচারপতি নিয়োগ

    নাক ডাকার সমস্যা

    ৭টি কারণে হতে পারে নাক ডাকার সমস্যা

    স্বামী মুসার বিরুদ্ধে মামলা করলেন সানাই মাহবুব, অভিযোগ ভয়াবহ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.