স্পোর্টস ডেস্ক : গত মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শেন ওয়ার্নকে সম্মানিত করতে আরেকটি পদক্ষেপ নিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশের পুরুষ বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কারের নামকরণ হলো তার নামে।
সোমবার তার হোম গ্রাউন্ড এমসিজিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বক্সিং ডে টেস্ট শুরুর সময় এই ঘোষণা দেয় সিএ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)।
প্রতি বছর আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে দেওয়া হয় অ্যালান বোর্ডার মেডেল ও নারী ক্রিকেটারদের ভূষিত করা হয় বেলিন্ডা ক্লার্ক পদকে।
সিএ প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ওয়ার্নের নামে বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার নামকরণ করা হবে তাকে উপযুক্ত সম্মান প্রদান। ২০০৬ সালে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হন ওয়ার্ন, ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা টেস্ট ম্যাচ বোলারের মর্যাদায় আসীন হন।
এমসিজিতে শেন ওয়ার্ন স্ট্যান্ড নামকরণের পর এই প্রথমবার সেখানে টেস্ট হচ্ছে। আউটফিল্ডে তার টেস্ট ক্যাপ নম্বর ৩৫০ আঁকা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।