স্পোর্টস ডেস্ক : ডেভিড ওয়ার্নার কেন অস্ট্রেলিয়া দলে- এই প্রশ্ন রেখেছিলেন সাবেক ফাস্ট বোলার মিচেল জনসন। নির্বাচক জর্জ বেইলির সঙ্গে ভালো সম্পর্কের কারণেই দলে জায়গা টিকে রয়েছে, এমন কথাও শুনিয়েছেন জনসন। এর জবাবে প্রধান নির্বাচক জনসনের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তর্কে জড়িয়েছিলেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিসও।
পার্থ টেস্টের প্রথম দিনে ওয়ার্নার সবকিছুর জবাব দিয়েছেন। ২১১ বলে ১৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। ১৬ চার ও ৪ ছক্কার ইনিংসের পথে ১২৪ বলে সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। সে খুশিতে জনসনকে খোঁচা মেরে টুইট করেছেন ক্যান্ডিস।
টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন ওয়ার্নার ও উসমান খাজা। একদিকে ধীরস্থির খাজা, অন্যদিকে ঝড় তোলা ওয়ার্নার। প্রথম সেশনেই ১০০ পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪১ বলেই ফিফটি পাওয়া ওয়ার্নার প্রথম দুই ঘণ্টায় তুলেছেন ৭২ রান।
১২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর আর বড় কোনো জুটি গড়তে পারেননি ওয়ার্নার। কিন্তু সঙ্গীদের যাওয়া-আসার কথা মাথায় না রেখে নিজের আগ্রাসন ধরে রেখেছেন। এ কারণেই অন্য কোনো ব্যাটসম্যান পঞ্চাশ না পেলেও অস্ট্রেলিয়া তিন শ ছাড়িয়েছে ৭১তম ওভারেই। দিনের এক ঘণ্টা বাকি থাকতে অভিষিক্ত আমের জামেলের একটি বাউন্সারে টাইমিং ভুল করায় ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৩৩০।
অ্যাশেজের আগেই ওয়ার্নার জানিয়েছেন, পাকিস্তান সিরিজের ঘরের মাঠের টেস্ট খেলে বিদায় নিতে চান। জনসন এ নিয়েই আপত্তি করেছিলেন। গত দি বছরে যার মাত্র একটি টেস্ট সেঞ্চুরি, তাঁকে শুধু বিদায় নেওয়ার সুবিধা দেওয়ার জন্য টেস্ট দলে রাখা হচ্ছে-এমনটাই দাবি তাঁর।
কিন্তু পার্থে আজ দুর্দান্ত এক ইনিংসে ওয়ার্নার দেখিয়ে দিয়েছেন ঘরের মাঠে এখনো অস্ট্রেলিয়ার সেরা ওপেনার তিনি। ওয়ার্নার সেঞ্চুরি পাওয়ার পর ক্যান্ডিস তাই আর নিজেকে সামলাতে পারেননি। ওয়ার্নারের উদ্যাপনের একটা ছবি দিয়ে ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘শহহহ।’ অর্থাৎ, সমালোচকেরা এবার চুপ করতে পার।
সমালোচকের বদলে শুধু জনসনের নামও পড়া যায়। কারণ, ঘরের মাঠে অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের জায়গা নিয়ে জনসন ছাড়া অন্য কেউই প্রশ্ন তোলেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।