স্পোর্টস ডেস্ক: স্যুট পরা অবস্থায় সুইমিংপুলে নামা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ওয়াসিম আকরাম। এতে ক্যাপশনে তিনি লিখেছেন, গরিব ও মূর্খের মতামত কখনই নেওয়া উচিত নয়।
গত বছর খালি গায়ে সুইমিংপুলে নেমে ট্রলের শিকার হয়েছিলেন বলে জানান ওয়াসিম। সেই সময় তাকে ‘দাদা’ বলে সম্বোধন করে ফেসবুকে ট্রল করা হয়েছিল। ওই ক্ষোভটা পুষে রেখেছিলেন তিনি।
এরই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার স্যুট পরে সুইমিংপুলে নামেন ওয়াসিম।
পাকিস্তানের সংবাদমাধ্যমে ট্রিবিউনের খবরের বলা হয়, ট্রলের জবাব দিতে ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম স্যুট পরে সুইমিংপুলে নেমেছিলেন। ব্যঙ্গাত্মকভাবেই জবাব দিয়েছেন তিনি।
বিশ্বের সর্বকালের সেরা বাঁহাতি পেস বোলার মনে করা হয় পাকিস্তানের সাবেক এ ক্রিকেট তারকাকে। বল হাতে ২২ গজে ছড়ি ঘুরিয়েছেন বহুবার। তার শিকারে পরিণত হয়েছেন অনেকেই। একটু দেরি হয়ে গেলেও ট্রলের জবাবটা দিতে ভোলেননি তিনি।
ছক্কা মেরে উইলিয়ামসনদের ফ্রিজ ভাঙলেন কেকেআর ব্যাটসম্যান (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।