প্রতি কেজি ওজন কমালেই হাজার কোটি রুপি!

ওজন

আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে শোরগোল ফেলে দিয়েছেন এক বিজেপি সংসদ সদস্য। তবে নেতিবাচক নয়, ইতিবাচক কারণে। আর এই চ্যালেঞ্জের জেরে একসঙ্গে দু-দুটো ‘লাভ’ সংসদ সদস্যের। ঝরছে নিজের দৈহিক ওজন, একই সঙ্গে নিজের সংসদীয় এলাকার জন্য তহবিলও মিলতে পারে। খবর এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিজেপির ওই আইনপ্রণেতার নাম অনিল ফিরোজিয়া। বাড়ি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জাইন শহরে। তার শারীরিক কসরতের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

৫০ বছরের এই সংসদ সদস্য যখন প্রথম কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে দেখা করেন, তখন তার ওজন ছিল ১২৭ কেজি। সেটি ফেব্রুয়ারি মাসের ঘটনা। সেই সাক্ষাৎকারপর্বে কেন্দ্রীয় মন্ত্রী সংসদ সদস্যকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, তার কোষাগার থেকে টাকা পেতে গেলে সংসদ সদস্যকে ওজন ঝরাতে হবে। অনিল ফিরোজিয়ার নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য ওই টাকার কথা ওঠে।

মন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে সংসদ সদস্য চার মাসে ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন। এই সংখ্যাটা ১০০ কেজির মধ্যে আনতে চাইছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ফিরোজিয়া সংশ্লিষ্ট ঘটনার কথা স্মরণ করে বলেন, ‘আমাকে ফিট হতে অনুপ্রাণিত করার জন্য মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, প্রতি কেজি ওজন ঝরিয়ে তার কোষাগার থেকে ১০০০ কোটি রুপি করে পাওয়া যাবে।’

অনিল বলেন, ‘গড়করি স্টেজ থেকে ঘোষণা দিয়েছিলেন, প্রতি কেজি ওজন কমানোর বিনিময়ে তিনি আমার সংসদীয় আসনের আওতাধীন এলাকার উন্নয়নে এক হাজার কোটি রুপি দেবেন। আমি এর মধ্যে প্রায় ছয় হাজার কোটি রুপি পেয়েছি।’
ওজন
ওজন কমানোর জন্য ফিরোজিয়া কড়া ডায়েট অনুসরণ করছেন। এর সঙ্গে রোজ দু-তিন ঘণ্টা করেছেন ওয়াকআউট। এর মধ্যে রয়েছে সাইকেল চালানো, সাঁতার কাটা। নাগপুরের এক আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শে চলছে এ চর্চা।

সংসদ সদস্য বলেন, ‘প্রতি সপ্তাহে আয়ুর্বেদ বিশেষজ্ঞের থেকে পঞ্চকর্ম থেরাপি নিই। শারীরিক চর্চার বিষয়ে আমি ভীষণ সচেতন। বর্তমানে আমার ওজন ১১২ কেজির আশপাশে। আমি চাই, এটা ১০০ কেজিতে নেমে আসুক।’

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন বলেন, ‘অনিল ফিরোজিয়া তার এলাকার উন্নয়নের জন্য আমার কাছে অর্থ বরাদ্দ চেয়ে আসছেন। আমি তাকে একটি শর্ত দিয়েছি। আমার ওজন ১৩৫ কেজি ছিল। এখন ৯৩ কেজি। আমি অনিলকে আমার আগের ছবি দেখিয়েছি। এখন মানুষ আমাকে চিনতে পারে না। প্রতি কেজি ওজন কমানোর জন্য তাকে এক হাজার কোটি রুপি দেয়া হবে। এ অর্থ উজ্জাইনের উন্নয়নে ব্যয় হবে। তিনি শুধু নিজের ওজন কমাবেন। কীভাবে কমাবেন, তা তাকে বলে দেব আমি।’

এ পরিস্থিতিতে ফিরোজিয়া আশাবাদী, গড়করি তার প্রতিশ্রুতি পূরণ করবেন। ১৫ হাজার কোটি টাকা পাবে উজ্জাইন। সংসদ সদস্য আরও বলেন, ‘সংসদের বর্ষাকালীন অধিবেশনে তার সঙ্গে দেখা করব। তাকে আমার ওজন সম্পর্কিত বিস্তারিত তথ্য দেব। নিশ্চয়ই উনি কথা রাখবেন।’

পোশাক ছাড়াই রাস্তায় এক ঝাঁক সাইকেল আরোহী