খেলাধুলা ডেস্ক : হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শেরফান রাদারফোর্ডের সেঞ্চুরিতে টাইগারদের ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। রবিবার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মিরাজ।
তানজিদ হাসান তামিম, মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
জবাব দিতে নেমে ১৪ বল হাতে রেখেই ২৯৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ের ম্যাচে ১১৩ রানের ইনিংস উপহার দেয় নায়ক রাদারফোর্ড।
তানজিদ তামিম ৬০ বলে ৬০, মিরাজ ১০১ বলে ৭৪ ও মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড নেন ৩টি উইকেট।
২৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। দলীয় ২৭ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা।
ব্রান্ডন কিং ৯ ও এভিন লুইস ১৬ রান করে আউট হন। এরপর কাসি কার্টিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন শাই হোপ। ৬৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
তবে দলীয় ৯৪ রানে ৩৭ বলে ২১ রান করে আউট হন কার্টি। তার বিদায়ের পর রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হোপ।
আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রাদারফোর্ড। দুজনেই তুলে নেন ফিফটি। দলীয় ১৯৩ রানে ৮৮ বলে ৮৬ রান করে আউট হন হোপ। তবে মারমুখী ব্যাটিংয়ে ৭৭ বলে সেঞ্চুরি তুলে নেন রাদারফোর্ড। আউট হওয়ার আগে ৮০ বলে ১১৩ রান করেন। জাস্টিন গ্রেভসের অপরাজিত ৪১ রানে ভর করে ১৪ বলে হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৯৪/৬ (তানজিদ ৬০, সৌম্য ১৯, লিটন ২, মিরাজ ৭৪, আফিফ ২৮, মাহমুদউল্লাহ ৫০*, জাকের ৪৮, রিশাদ ০*; জোসেফ ১০-১-৬৭-২, সিলস ১০-০-৬৩-১, শেফার্ড ১০-১-৫১-৩, গ্রেভস ৭-০-৫০-০, চেইস ৩-০-১৬-০, মোটি ১০-০-৪২-০)।
ওয়েস্ট ইন্ডিজ : ৪৭.৪ ওভারে ২৯৫/৫ (কিং ৯, লুইস ১৬, কার্টি ২১, হোপ ৮৬, রাদারফোর্ড ১১৩, গ্রেভস ৪১*, চেইস ২*; তাসকিন ৯-১-৫৩-০, তানজিম ১০-১-৫৫-১, নাহিদ ৮.৪-০-৫০-১, রিশাদ ৯-০-৪৯-১, মিরাজ ৯-০-৬২-১, সৌম্য ২-০-২৪-১)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।