আফগানিস্তানের বিপক্ষে হারের পর যা বললেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : কি হওয়ার কথা ছিল আর কি হলো। বিশ্বকাপে খেলতে আসার আগে হয়তো স্বপ্নেও বাবর আজমরা ভাবেনি আফগানিস্তানের বিপক্ষে এভাবে বড় ব্যবধানে হারতে হবে পাকিস্তানকে। আফগানিস্তানের বিপক্ষে এ হার অনেক কষ্ট দিয়েছে পাকিস্তানকে।

ম্যাচ শেষে বাবর আজম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, ‘এই হার কষ্টদায়ক। আমরা ভালো সংগ্রহ করেছিলাম। বোলিংয়ে আমরা তেমন ভালো করতে পারেনি। মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। আপনি যদি কোন ডিপার্টমেন্টেই ভালো না হন তাহলে ম্যাচ জিততে পারবেন না।’

পাকিস্তানি বোলাররা দেদারসে রান উপহার দিয়েছেন আফগান ব্যাটারদের। বাবর আজম তাই আক্ষেপের সুরেই বলেন, ‘আমরা তাদের বাউন্ডারি মারা থেকে বিরত রাখতে পারেনি। ইচ্ছেমত রান দিয়েছি যা আমাদের ভুগিয়েছে। আমাদের মাঝের ওভারে উইকেট নেওয়ার দরকার ছিল কিন্তু আমরা তা পারিনি।

নিজেদের সমালোচনা করলেও আফগানদের প্রশংসায় ভাসিয়েছেন বাবর। ‘আফগানিস্তান পুরো ক্রেডিট প্রাপ্য। তারা তিন ডিপার্টমেন্টেই অসাধারণ খেলেছে। এজন্য জয়টা তাদের প্রাপ্য। আমরা বোলিং ও ফিল্ডিংয়ে কোনভাবেই ভালো করিনি। আমরা পরের ম্যাচে ভালো করার চেষ্টা করবো।’