জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘জগদীশপুর-চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়ক প্রশস্তকরণের কাজ শিগগির শুরু হবে। মাত্র চার মাসে চুনারুঘাট-মাধবপুরে যে উন্নয়নকাজ চলছে, আমি যদি বেঁচে থাকি তাহলে চুনারুঘাট-মাধবপুরের চিত্র পাল্টে দেব। আমি এমপি থাকাকালে আমার কোনো সম্পদ হবে না। আমার জন্য দোয়া করবেন। আমার শত্রু এলাকা ও বাইরে তৈরি হচ্ছে।’
শনিবার (১৮ মে) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে প্রোসয়েল ফাউন্ডেশন কনসালট্যান্ট আয়োজিত স্টেকহোল্ডার মিটিংয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এসব কথা বলেন।
হবিগঞ্জ-৪ আসনের এমপি বলেন, ‘মহান সংসদে আমাকে নিয়ে বিচার। আমার অপরাধ হলো—এমপি হওয়ার পর জননেত্রী শেখ হসিনার সরকার যা যা বরাদ্দ দিয়েছে সব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরি।
আমি আগে জানতাম না যে এমপিরা কত সম্মানী পান। আমি মনে করি, এটা লুকানোর কোনো বিষয় না। বিরোধীদলীয় চিফ হুইপ এমপি মুজিবুল হক চুন্নু, তিনি মহান সংসদের মাননীয় স্পিকারের কাছে বিচারপ্রার্থী হয়েছেন। ওনার বক্তব্য ছিল, আমি যাতে কোনোভাবেই ফেসবুকে সম্মানী, বরাদ্দ না জানাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।