স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের ওপর অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। হারলে সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য। ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাই বেশ সিরিয়াস দেখা গেল দলকে।
বুধবার শেষ সময়ের জন্য অনুশীলন করেছে টাইগাররা। তবে এদিনও সাকিব আল হাসানের খেলা নিয়ে কাটেনি শঙ্কা। উরুর ইনজুরিতে ভুগছেন টাইগার অধিনায়ক। তবে সাকিব খেলবেন কি না সে সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে।
আজ বুধবার সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘সাকিবের অবস্থা ভালো। গতকাল সে নেটে ভালো একটা ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। আজ তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি। সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। সকালে আমরা তার বিষয়ে পর্যালোচনা করব। তখন হয়তো সিদ্ধান্ত নিতে পারব। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নেবো না।’
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আরও একবার হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয়বারের মতো স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে টাইগার কাপ্তানকে। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন তিনি।
বাংলাদেশ যখন সাকিবের ব্যাপারে সিরিয়াস, তখন ভারত টাইগার অধিনায়ককে কোনো ভাবনাতেই রাখতে রাজি নয়। ম্যাচের আগের দিন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছেন, সাকিবকে নিয়ে কোনো কথাই হয়নি তাদের দলে- ‘সাকিবকে নিয়ে আমাদের কোনো কথা হয়নি। সে অবশ্যই ভালো খেলোয়াড়, সে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, ভালো ব্যাটার এবং বোলার। কিন্তু, আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, আমরা কী করতে পারি এটাই সবচেয়ে বড় বিষয়। সাকিব আমাদের বিপক্ষে খেলল কি খেলল না সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।