স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এবং তাঁর সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ বলে ধরে নিয়েছেন সবাই। তবে নামটা এমবাপ্পে বলেই এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। কারণ, এর আগেও দুবার প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরও ফ্রেঞ্চ ক্লাবে রয়ে গেছেন এমবাপ্পে।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ভোজপপুলি যে খবর দিয়েছে, সে অনুযায়ী, এবার আর মত পাল্টাচ্ছেন না ফ্রেঞ্চ অধিনায়ক। এরই মধ্যে নাকি মাদ্রিদে বিলাসবহুল এক বাড়ি কিনে ফেলেছেন এমবাপ্পে।
সাবেক সতীর্থ সের্হিও রামোসই নাকি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যখন মাদ্রিদের অধিনায়ক ছিলেন তখন লা মোরালেয়া অঞ্চলে ১ কোটি ৪৫ লাখ ইউরোতে একটি ম্যানসন কিনেছিলেন রামোস। সে বাড়িটাই নাকি ১ কোটি ৮০ লাখ ইউরোতে (২১২ কোটি টাকা) কিনে নিয়েছেন এমবাপ্পে। এখন শুধু মাদ্রিদের সঙ্গে চুক্তি হলেই ডিল পাকাপাকি হয়ে যাবে।
বর্তমানে সেভিয়ায় খেলা রামোস প্রথমে মোরালেয়ায় তাঁর অন্য ম্যানসন বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু ৬০ লাখ ইউরোর সে বাড়ি নয়, অন্য বাড়িটাই পছন্দ হয়েছে এমবাপ্পের। ইউরোপে রিয়েল এস্টেটের ক্ষেত্রে প্রচলিত প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি এক্ষেত্রে। দুই পক্ষ পরিচিত হওয়ায় কোনো এজেন্সির সাহায্য না নিয়েই হাতবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমবাপ্পের পক্ষ থেকে চুক্তি করেছেন তাঁর মা ও এজেন্ট ফায়াজা লামারি। রামোসের পক্ষে ছিলেন তাঁর ভাই দে এল রেনে।
বিক্রি হওয়া বাড়িটা এক হাজার বর্গমিটারের হলেও পুরো কম্পাউন্ডের আয়তন ১৫ হাজার বর্গ মিটার। সে সঙ্গে এ বাড়ির নিরাপত্তা ব্যবস্থাও পছন্দ হয়েছে এমবাপ্পেদের।
এই ম্যানসনটি ফোমেন্তো দে আহোরো ফ্যামিলিয়ার আলতোজানো এসএল নামের এক প্রতিষ্ঠানের নামে। এই প্রতিষ্ঠানের সঙ্গে রামোস, তাঁর ভাই রেনে ও হুলিও সেন জড়িত। মাদ্রিদে বিলাসবহুল ম্যানসন বিক্রির জন্য বিখ্যাত প্রতিষ্ঠান প্রোমোরার পরিচালক গন্সালো লোপেস-ভন দাম ভোজপপুলিকে বলেছেন, ‘গত সপ্তাহের শেষে (এপ্রিলের শেষ সপ্তাহে) আমরা জেনেছি যে দুই খেলোয়াড়ের মধ্যে সম্পত্তি হাতবদলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’ লা মোরালেয়া ও লা ফিনসা অঞ্চলের বাড়ি নিয়েই বেশি কাজ করে প্রোমোরা।
একই প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পের পরিবার আরও একটি বাড়ি কেনার চিন্তা করছে। এবং দুই সপ্তাহ আগেই বাড়ি কেনার চুক্তি করা হয়েছে। তবে সবকিছুই এমবাপ্পের মাদ্রিদে যাওয়ার ওপর নির্ভর করছে।
ভোজপপুলি দাবি করেছে, মাদ্রিদে যোগ দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবেই ১০ কোটি ইউরো পাবেন এমবাপ্পে। এর বাইরে করপূর্ব বার্ষিক ৫ কোটি ইউরো বেতন দেওয়া হবে তাঁকে। সে তথ্য অনুযায়ী মাদ্রিদের সর্বোচ্চ বেতনভোগী হবেন এমবাপ্পে। ভিনিসিয়ুস ও বেলিংহাম বর্তমানে আড়াই কোটি ইউরোর কম বেতন পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।