গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা জানালেন মিশরের প্রেসিডেন্ট সিসি

সিসি

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গাজায় যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন। শুক্রবার সামরিক অ্যাকাডেমিতে এক বক্তব্যে তিনি বলেন, আমরা গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো নিয়ে কথা বলছি। যুদ্ধবিরতি হলে গাজায় বড় পরিসরে সহায়তা প্রদান করা যাবে।

সিসি

সিসি বলেন, এটা গাজার বাসিন্দাদের ওপর দুর্ভিক্ষের প্রভাব কমাবে। যুদ্ধবিরতি হলে কেন্দ্র এবং দক্ষিণ গাজায় অবস্থান করা মানুষরা উত্তর গাজার দিকে যেতে পারবে। এ সময় সতর্ক করে তিনি বলেন, গাজায় সহায়তা না পৌঁছালে এটা দুর্ভিক্ষ সৃষ্টি করবে। তিনি বলেন, ‘যা ঘটছে তা নিয়ে আমরা সতর্ক করেছি। সহায়তা না পৌঁছালে গাজা দুর্ভিক্ষের কবলে পড়বে।’

২২ লাখের অর্ধেকের বেশি ফিলিস্তিনি এখন মিশর সীমান্তের কাছে অবস্থিত রাফাহতে অবস্থান করছে। ইসরায়েল রাফাতে স্থল অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। মিশর আশঙ্কা করছে, ইসরায়েল রাফাহতে স্থল অভিযান চালালে ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি তার দেশে ঢুকে পড়বে।
বৃহস্পতিবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী গাজায় যাতে অধিক সাহায্য প্রবেশ করতে পারে এজন্য ইসরায়েলকে স্থল ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানান।