স্পোর্টস ডেস্ক : নেইমার জুনিয়রের দলবদলের গুঞ্জন কিছুটা থেমেছে। লুইস এনরিকে পিএসজির কোচ হয়ে আসা হয়তো কারণ। বার্সেলোনায় তার অধীনে দারুণ সাফল্য পেয়েছেন নেইমার। পুরনো গুরুর অধীনে ‘নতুন জীবনের’ কথা ভাবতেই পারেন ব্রাজিলিয়ান তারকা।
বার্সা ও স্পেনের সাবেক কোচ প্যারিসে এসে বায়ার্ন থেকে ফ্রান্স ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে কিনেছেন। আরও কিছু খেলোয়াড় এনরিকে কিনবেন। সঙ্গে এনরিকের চ্যালেঞ্জ নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে প্যারিসে ধরে রাখা।
ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত না হয়ে গেলে এমবাপ্পে আগামী সপ্তাহে অনুশীলন ক্যাম্পে ফিরবেন। ইনজুরি ও বিলাসবহুল বাড়ি বানানো নিয়ে ঝামেলা হওয়ায় নেইমার দেরি করে ক্যাম্পে যোদ দেবেন। ক্লাবও তাকে ছাড়পত্র দিয়েছে।
এর মধ্যে সাবেক শিষ্য নেইমারকে নিয়ে পিএসজি কোচ এনরিকে বলেছেন, ‘আমার এখনও নেইমারের সঙ্গে কথা হয়নি। একে অপরের সঙ্গে কথা বলার জন্য আমার হাতে এখনও বেশ সময় আছে। এটা (তার পিএসজি থাকা না থাকা) ক্লাব ও খেলোয়াড়ের অভ্যন্তরীন বিষয়।’
এনরিকে বলেছেন, ‘আমি কারো ওপর কিছু চাপিয়ে দিতে চাই না। যদিও কোচ হয়ে আসায় আমার অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি খেলোয়াড়দের ট্রেনটা (দল) আগে দেখতে চাই। এখানে শীর্ষ পর্যায়ের অনেক খেলোয়াড় আছে, একই সঙ্গে নতুন কিছু খেলোয়াড়ও আসবে।’
পিএসজি আসার পরে নেইমারের ইনজুরি ছাড়ছে না। মাঠের বাইরের কার্যকলাপ নিয়েও আলোচনায় থাকেন ব্রাজিলিয়ান তারকা। তবে এনরিকে তার সেরাটা আবার বের করে আনতে পারেন। ২০১৯ সালে তিনি এই ব্রাজিলিয়ানকে নিয়ে বলেছিলেন, ‘তার মধ্যে কর্তৃত্ব করার মনোভাব আছে, তাকে নিয়ে আমি এখনও পুরোপুরি সন্তুষ্ট নই। তবে সে মাঠে বিজয়ীদের একজন।’
মেসি জ্বরে কাঁপছে যুক্তরাষ্ট্র, বরণ করে নিতে প্রস্তুত ইন্টার মায়ামি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।