শিঙ্গলস হলে কী হয়? এই রোগের উপসর্গ কী?

শিঙ্গলস

লাইফস্টাইল ডেস্ক : ৫০ বছরের ঊর্ধ্বে শিঙ্গলস রোগে আক্রান্ত হন অনেকেই। কী এই রোগ?

শিঙ্গলস

অনেকের ধারণা, একবার চিকেন পক্স শরীরে হানা দিলেই আর এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই। কিন্তু অনেক সময়েই এই রোগের ভাইরাস শরীরে থেকে যায়। বয়স বাড়লে এই ভাইরাস থেকেই হার্পিস জস্টার বা শিঙ্গলস রোগে আক্রান্ত হন অনেকে।

হার্পিসের সঙ্গে কিছুটা মিল থাকলেও এই রোগ আলাদা। ভারতীয় একজন চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, শিঙ্গলসের জন্য মূলত হার্পিস জস্টার নামক একটি ভাইরাস দায়ী। কেউ যদি এক বার চিকেন পক্সে আক্রান্ত হন, তা হলেই ভবিষ্যতে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বয়স বাড়লে যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কিংবা ক্যানসার-এইচআইভির মতো রোগের কারণে যাদের রোগে প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদেরও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

এই রোগে মূলত শরীরে নির্দিষ্ট কিছু অংশে যেমন মুখ, ঘাড়, পিঠ, বুক ও পেটে ফোস্কা, র‌্যাশ দেখা যায়। এই রোগে আক্রান্ত হলে মাঝে মাঝে জ্বর আসে। ফোস্কার স্থানগুলিতে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। তবে পক্সের মতো এই রোগে সারা গা জুড়ে ফোস্কা পড়ে না। এই যন্ত্রণা বেশ কিছু দিন ভোগায় রোগীকে।

iQoo 12 আর iQoo 12 Pro শীঘ্রই আসছে, গেমারদের জন্য থাকবে অজস্র ফিচার

এই রোগের উপসর্গগুলো দেখলেই ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ট্যাবলেট ও মলম দুই ব্যবহার করে এই রোগ থেকে সেরে ওঠা যায়। এই রোগে মৃত্যু হয় না। তবে অনেকের ক্ষেত্রেই যন্ত্রণা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছতে পারে। চিকিৎসকের তত্ত্বাবধানে থাকলে এই রোগ থেকে দ্রুত সেরে ওঠা যায়।