স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের সায়াহ্নে এসে লিওনেল মেসিকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে ইনজুরির সঙ্গে। পুরো ক্যারিয়ারে খুব বেশি সময় ইনজুরির কবলে পড়তে হয়নি আর্জেন্টাইন এই লিটল ম্যাজিশিয়ানকে। যদিও সম্প্রতি ইনজুরির সঙ্গে সখ্যতা বেড়েছে মেসির। অনেকটা সময়ই থাকতে হচ্ছে মাঠের বাইরে। সবশেষ কোপা আমেরিকাতেও দুই দফায় ইনজুরি হানা দিয়েছে তাকে।
চিলির বিপক্ষে ম্যাচে মাংসপেশির ইনজুরিতে পড়েন তিনি। খেলা হয়নি পেরুর বিপক্ষে ম্যাচ। আর ফাইনালে আরিয়াসের কড়া ট্যাকেলের শিকার হয়ে তো মাঠের বাইরেই চলে যেতে হয় মেসিকে। কান্নাভেজা চোখে মাঠ ছেড়ে চলে যান এলএমটেন। পরে ফুটেজে দেখা যায় ডান পায়ের গোড়ালি অনেকটাই ফুলে উঠেছে লা পুলগার।
গতকাল মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মায়ামি রীতিমতো দুঃসংবাদ দিয়েছে মেসি ভক্তদের। ক্লাবের সূত্রে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
মায়ামির বিবৃতিতে বলা হয়, ‘মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তার সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।’
তবে স্বস্তির ব্যাপার মেসির কোনো হাড়ে চোট লাগেনি। কোনো প্রকার অস্ত্রোপচারের জটিলতাতেও যেতে হচ্ছে না তাকে। স্বাভাবিক বিশ্রাম এবং চিকিৎসা নিয়েই সেরে উঠবেন লিও। তবে সেজন্য দরকার লম্বা সময়ের। সহসাই তাই মেসিকে দেখা যাচ্ছে না, এটা অনেকটাই নিশ্চিত।
এর আগে গতকাল মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির অন্তত পরবর্তী দুটি ম্যাচে পাওয়া যাবে না তাকে। ২৭ জুলাই লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে ইন্টার মায়ামি। এর আগে এমএলএসে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে টরন্টো এফসি এবং রোববার ভোরে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে মায়ামি।
মার্তিনো এর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সে অ্যাঙ্কেল মচকে ফেলেছে এবং চোট ঠিক হয়নি। তাই পরীক্ষা-নিরীক্ষা এবং তার ফল পেতে অপেক্ষা করতে হবে। পরিস্থিতির মাত্রা বুঝতে বিভিন্ন পরীক্ষা করা হবে।’
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মেসি অবশ্য আশাবাদ ব্যক্ত করেছেন দ্রুত ফিরে আসার, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেওয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখন আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।