বিনোদন ডেস্ক : ঢালিউড সিনেমার তারকা দম্পতি রাজ ও পরীমনির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর এক বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর পাঁচ তারকা হোটেলে রীতিমতো জমকালো আয়োজনে ছেলের জন্মদিন পালন করেন পরী। যে আয়োজনে খরচ হয় বড় আঙ্কের অর্থ।
ছেলের প্রথম জন্মদিনে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকা। আর এ নিয়ে নানান প্রশ্ন তুলছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে কেউ কেউ লিখেছেন, পরীমণি অনেকদিন সিনেমা থেকে দূরে আছেন। এ ছাড়া তার তেমন কোনো সুপার হিট সিনেমাও নেই। ছেলের জন্মদিনে বাবা রাজের কোনো অংশগ্রহণ ছিল না। তাহলে পরী এতো টাকা কোথায় পেয়েছেন?
যদিও এ নিয়ে পরী বলেন, ছেলের জন্মদিনের এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করেছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। তবে প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল।
সন্তানের প্রথম জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমণিকে একাই দেখা গেছে। এ সময় পরী ও রাজ্যের পাশে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।
রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন পরীমণি। পরিবারের পাশাপাশি শোবিজের তারকাদের নিয়ে ব্যাপক উচ্ছাসের মধ্য দিয়ে ছেলের প্রথম জন্মদিনের কেক কাটেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।