বিনোদন ডেস্ক : ‘প্রিয়তমা’ চলচ্চিত্র দিয়ে বাংলাদেশে তুমুল পরিচিতি পেয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। তার পর থেকে নাকি নায়িকার কাছে চিত্রনাট্যের ভিড়। এবার নাকি অভিনেতা শরীফুল রাজের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ইধিকাকে। এমনই বাংলাদেশের গণমাধ্যমে এসেছে। অনেকের মতে, ইতোমধ্যে চুক্তিও হয়েছেন তিনি।বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন নায়িকা।
কলকাতার আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে। কেউ কেউ নিশ্চিত ভাবে লিখে দিয়েছেন আমি নাকি রাজের সঙ্গে কাজ করছি। কিন্তু এখনও আমার তরফ থেকে নিশ্চিত করা হয়নি। আমার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু যতক্ষণ সবটা পড়ছি, ততক্ষণ কোনও সিদ্ধান্তই জানাতে পারব না। তাই সেখানে যেটা রটছে, সেটা ঠিক নয়।’
উল্লেখ্য, এর আগে অনেক বার ব্যক্তিগত জীবনের কারণে বার বার চর্চায় উঠে এসেছে রাজের নাম। অভিনেত্রী পরী মণির সঙ্গে বিয়ে, বিবাহবিচ্ছেদ অনেক কারণেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। যদিও তিনি নায়িকার সিদ্ধান্তের সম্মান করেন, সেটাই জানিয়েছিলেন।
অন্য দিকে, ‘পিলু’ শেষ হওয়ার পর ইধিকাকে বাংলা সিরিয়ালে অনেক দিন দেখেননি দর্শক। তিনি মন দিয়েছিলেন বাংলাদেশের কাজে। যদিও সোহম চক্রবর্তীর বিপরীতে একটি ছবির কাজ সেরে ফেলেছেন অভিনেত্রী। সেই ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।