শচীনের রেকর্ড ছুঁয়ে যা বললেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেনসে রবিবার প্রায় ৭০ হাজার দর্শকের সামনে শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রানের অপরাজিত থেকেছেন। নিজের ৩৫তম জন্মদিনে এই কীর্তি গড়েছেন তিনি।

৪৫১তম ইনিংসে ৪৯তম সেঞ্চুরি করেন টেন্ডুলকার। প্রায় ১১ বছর পর ২৭৭ ইনিংসেই ভারতীয় কিংবদন্তিকে ছুঁয়েছেন কোহলি।

দিনের শুরুতে সামাজিক মাধ্যমে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টেন্ডুলকার লেখেন, ‌‘খুব ভালো খেলেছ ভিরাট। চলতি বছর ৪৯ (বছর বয়স) থেকে ৫০-এ যেতে আমার ৩৬৫ দিন লেগেছে। আমি আশা করি, আগামী কিছু দিনের মধ্যে তুমি ৪৯ (সেঞ্চুরি) থেকে ৫০-এ যাবে এবং আমার রেকর্ড ভেঙে দেবে।’
দারুণ ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জিতে কোহলি টেন্ডুলকারের অভিনন্দন বার্তার সম্পর্কে বললেন, ‘টেন্ডুলকারের বার্তা বিশেষ কিছু। এটি আমার গ্রহণ করার জন্য একটু বেশি কিছু। নিজের হিরোর রেকর্ডে ভাগ বসানো আমার জন্য অনেক বড় সম্মানের। ব্যাটিংয়ের ব্যাপারে তিনি নিখুঁত।’

কোহলি আরো বলেন, ‘এটি আবেগের মুহূর্ত। আমার মনে আছে, আমি কেমন দিন পার করে এসেছি। তাকে (টেন্ডুলকার) টিভিতে দেখার দিনগুলো আমার মনে আছে। তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আমার কাছে অনেক বড় কিছু।’