স্পোর্টস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আগের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেলেন এই ক্রিকেটার। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম।
এদিকে, তামিমের ক্রিকেটের ফেরার ঘোষণায় মাশরাফি বলেন, আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ। শুক্রবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডাকেন এবং ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি আমার অবসরের যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি। আমি সকলকে না বলতে পারলেও একটি দেশের প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।