স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে এই ম্যাচটি দু’দলের কাছেই মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনের লড়াই আজকের ম্যাচ।
এমন ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউটে’র শিকার হয়েছেন শ্রীলংকার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ আউট নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।
এমন আউটের জন্য বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আবেদন করায় তার ওপর তোপ দাগছেন অনেকেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’
অবশ্য বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময়টা ২ মিনিট। ম্যাথিউজ এদিন অতিক্রম করে গেছেন দুটিই। যার ফলে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা।
টাইগার সাবেক সফল অধিনায়ক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসের উনিশ হাজার ছয়শ সাতান্ন তম ম্যাচে এসে প্রথম টাইম আউট। যারা এতো বছর আগে আইনটা করেছিল তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারতো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।