বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। তার সমসাময়িক টলিপাড়ার বহু অভিনেত্রীই যেখানে বর্তমানে বিয়ে, সংসার, সন্তান, কাজ সব একসাথে সামলাচ্ছেন, সেখানে এখনো সিঙ্গেল জীবন পার করছেন মিমি!
তবে এবার এক অনুরাগী মিমির কাছে তার প্রেমিকের পরিচয় জানতে চাইলেন। আর অভিনেত্রীও তাকে নিরাশ না করে উত্তর দিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন মিমি। সেখানে অভিনেত্রীর নতুন ছবি থেকে শুরু করে ত্বক চর্চার রহস্য, একাধিক বিষয়ে প্রশ্ন আসতে থাকে। তবে এক অনুরাগী মিমির কাছে তার প্রেমিককে দেখার আবদার করে বসেন।
অভিনেত্রী কিন্তু তাকে নিরাশ করেননি। মজার ছলেই উত্তর দিয়েছেন সেই প্রশ্নের। মিমি হেসে বলেন, ‘আমিও দেখতে চাই।’ তবে একই সঙ্গে মিমি পাল্টা প্রশ্ন করেন, ‘বিএফ মানে প্রেমিক না কি বেস্ট ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে সেটি তো সবাই জানে। কিন্তু আমার মনে হচ্ছে উনি প্রেমিকের কথাই বলেছেন। তাকে আমিও দেখতে চাই।’
এর আগেও একাধিকবার মিমি কোনো সম্পর্কে রয়েছেন কিনা বা তিনি কবে বিয়ে করছেন তা নিয়ে অনুরাগীদের কৌতূহল প্রকাশ্যে এসেছে। মিমিও কিন্তু কোনো আড়াল না করেই তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন।
কাজের ক্ষেত্রে বহুদিন হল মিমি চক্রবর্তীকে বড়পর্দায় দেখেননি দর্শক। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘খেলা যখন’-এ। তবে এবার পুজায় মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘রক্তবীজ’। যেখানে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে মিমিকে। উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় আসছে এই ছবি।
সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।