স্পোর্টস ডেস্ক : অবসরের ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই সেখান থেকে ইউটার্ণ নিয়েছেন তামিম ইকবাল। ইতিহাসের সংক্ষিপ্ততম অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার।
তামিমের অবসরের ঘোষণা দেওয়ার পরদিন শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নেন তামিম। তামিমের সঙ্গে গণভবনে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
সাক্ষাৎ শেষে গণভবনের বাহিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘রিটায়ারমেন্টের যে চিঠিটা ও দিয়েছে সেটা সে উইথড্র করেছে। এখন সে অবসরে যাচ্ছে না। যেহেতু সে মানসিক ও শারীরিকভাবে ফিট না, সে কারণে ও দেড় মাস সময় চেয়েছে। দেড় মাস পর সে ফিরে আসবে। এই সিরিজে সে থাকছে না।’
তামিমের অবসর ভেঙে ফেরায় বেশ স্বস্তি প্রকাশ করছেন বিসিবি বস। পাপন বলেন, ‘এটা অবশ্যই স্বস্তির। আমাদের ক্যাপ্টেন না থাকলে আমরা খেলব কি করে?’
দেড় মাসের ছুটি কাটিয়ে আশা করা যাচ্ছে এশিয়া কাপের মধ্য দিয়ে ফিরবেন বাঁহাতি এই ক্রিকেটার।
অবসর ভেঙে ফেরার বিষয়ে তামিম বলেন, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’
এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে ঘটা করে সংবাদ সম্মেলন আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। সে সময় দেশসেরা ওপেনারের এমন আকস্মিক সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।