বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা বললেন পিটার হাস

পিটার হাস

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের রাজনৈতিক দলগুলো।

পিটার হাস

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে আওয়ামী লীগের কার্যালয়ে আজকের এই বৈঠক বলে জানান এই মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠক শেষে তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেটি চায় যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল, গণমাধ্যম এমনকি সুশীল সমাজের ভূমিকা দেখতে চায় তার দেশ।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন নিয়ে বিদেশি কোনো রাষ্ট্রের চাপ নয়, বরং বিবেকের চাপ অনুভব করছে তাদের দল। বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর করণীয় কী, তা নিয়ে নির্বাচন কমিশনের পরামর্শ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে বৈঠক শুরু হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবসর) মুহাম্মদ ফারুক খান, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসেন সকাল ১১টা ১০ মিনিটে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কক্ষে দুজনের মধ্যে বৈঠক শুরু হয়।