ফাইনালে হার, যা বললেন রোহিত

স্পোর্টস ডেস্ক : দুই বছর ধরে টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠে হেরে যায় ভারত। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারে ভারত। এর আগে ২০২১ সালের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় তারা।

ইংল্যান্ডের দ্য ওভালে রোববার শেষ হওয়া ফাইনালে হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘জুন মাসেই কেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে। এর কোনো মানেই নেই। আর এটি শুধুমাত্র ইংল্যান্ডে নয়, বিশ্বের যে কোনো জায়গায় খেলা যেতে পারে।’

রোহিত আরও বলেন, ‘গত দুই বছর ধরে অনেক পরিশ্রম করে আমরা ফাইনালে উঠেছিলাম। কিন্তু মাত্র একটা ম্যাচেই ফাইনালে খেতাবের ফয়সালা হয়ে গেল। আমি চাইব, ফাইনাল অন্তত তিন ম্যাচের হোক। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফাইনাল তিন ম্যাচের করা হলে, সেটাই চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে একেবারে সঠিক হবে।’

ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘প্রথম ইনিংসে আমরা মোটেও ভালো ব্যাট করিনি। সেটা বড় ফাঁরাক গড়ে দিল। আমরা লক্ষ্যে টার্গেটে পৌঁছতে চেয়েছিলাম ঠিকই, তবে খারাপ শট খেলে আউট হয়েছি। ব্যাটিংয়ের জন্য ভালো পিচ ছিল। পাঁচ দিনই উইকেট ব্যাটিংয়ের উপযুক্ত ছিল। কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম টস জিতে আমরা ভালো শুরু করেছি, সেই পরিস্থিতিতে ওদের (অস্ট্রেলিয়াকে) ব্যাট করতে পাঠানোটা ঠিক ছিল। আমরা প্রথম সেশনে ভালো বোলিং করেছি এবং তার পরে আমরা যেভাবে বোলিং করেছি, সেটা সত্যিই হতাশার।’

সঙ্গে তিনি যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। হেড এবং স্টিভ স্মিথ সত্যিই ভালো খেলেছে। ওরা আমাদের লড়াই কঠিন করে দিয়েছিল। আমরা জানতাম যে প্রত্যাবর্তন করা সব সময়েই কঠিন, কিন্তু আমরা ভালো চেষ্টা করেছি। আমরা শেষপর্যন্ত লড়াই করেছি। আমরা এই চার বছর কঠোর পরিশ্রম করেছি। সত্যি বলতে, দুটি ফাইনাল খেলা আমাদের জন্য একটি বড় কৃতিত্বের। কিন্তু আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমরা মাথা উঁচু করে পরের চ্যাম্পিয়নশিপের জন্য লড়ব।’

ভারতের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া