কোহলিকে অভিনন্দন বার্তায় যা বললেন শচীন

স্পোর্টস ডেস্ক : নিজের ৩৫তম জন্মদিনে অনবদ্য এক মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি পাওয়া ক্রিকেটারদের তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। ৪৯তম সেঞ্চুরি করে ছুঁয়েছেন নিজ দেশের আরেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে।

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৯ বলে নিজের ওডিয়াই ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করেন কোহলি। ইনিংসের ৪৯তম ওভারে কাগিসো রাবাদার বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটিং সেনসেশন। ছুঁয়ে ফেলেন শচীনের গড়া রেকর্ডকে।

যে টেন্ডুলকারের রেকর্ড কোহলি ভেঙেছেন, সেই শচীনই এবার শুভেচ্ছা জানিয়েছেন তাকে। একই সাথে কোহলিকে শুভকামনা জানিয়েছেন পরবর্তী সেঞ্চুরির জন্যও। ভারতের ইনিংস শেষ হতেই বিরাটকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করেছেন তিনি।

ওই পোস্টে শচীন লিখেছেন, ‘চলতি বছরের শুরুতেই ৪৯ থেকে ৫০-এ পা দিতে আমার ৩৬৫ দিন অপেক্ষা করতে হয়েছে। আশা করি, তুমি অল্প কদিনের ভেতরেই ৪৯ থেকে ৫০-এ চলে যাবে আর আমার রেকর্ড ভেঙে দেবে।’ পোস্টের শেষে ছোট করে অভিনন্দন লিখতেও ভুল করেননি মাস্টার ব্লাস্টার।

মাইলফলক ছুঁতে শচীনের চেয়ে অনেক কম সময়ই নিয়েছেন কোহলি। ৪৯টি সেঞ্চুরি করতে শচীনের খেলতে হয়েছে ৪৫২টি ইনিংস। তবে কোহলি এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ২৭৭ ইনিংসে। দুর্দান্ত ফর্মে থাকা কোহলির সুযোগ থাকছে বিশ্বকাপেই শচীনকে টপকে যাওয়ারও।

ওয়ানডে ক্যারিয়ারে এখন ১৩ হাজারের ওপর রান কোহলির। ৪৯ সেঞ্চুরির পাশাপাশি তার হাফ সেঞ্চুরি আছে ৭০টি। ক্যারিয়ার শুরুর প্রায় ১৫ বছর পরেও ৫৮ গড় ধরে রেখেছেন তিনি। এ ছাড়া স্ট্রাইক রেটও বেশ সন্তোষজনক, ৯৩.৬৩। আর কয়েক বছর ওয়ানডে খেলা চালিয়ে গেলে তিনি যে এই ফরম্যাটের সব রেকর্ডই ভেঙে ফেলবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।