জুমবাংলা ডেস্ক : দীর্ঘ ৩২ বছর পর নিজ গ্রামে এসে আমি বাকরুদ্ধ। এতো ভালো লাগলো, যা ভাষায় প্রকাশ করা যাবে না বলে মন্তব্য করেছেন জল্লাদ শাজাহান ভুঁইয়া।
শুক্রবার (২৩ জুন) দুপুর ১টায় নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে তার বোন ফিরোজা বেগমের বাড়িতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
জল্লাদ শাজাহান বলেন, নিজ গ্রামে আমার স্বজনরা ছাড়া মাথা গোঁজার মতো ঠাঁই টুকুও নেই। যে জায়গা জমি ছিল তাও অনেক আগেই বিক্রি হয়ে গেছে। আমার জন্মস্থানে বাকিটা জীবন পার করতে চাই। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার চাওয়া তিনি যেন আমার নিজ গ্রামে মাথার গোঁজার ঠাঁই করে দেন।
শাজাহানের বোন ফিরোজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘ ৩২ বছর পর ভাইকে কাছে পেয়ে খুব ভালো লাগলো। আমরা আর আমাদের ভাইকে হারাতে চাই না। আমরা চাই ভাই যেন আমাদের সঙ্গে বাকিটা জীবন পার করে।
দীর্ঘদিন পর ভাই-বোন ও স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শাজাহান। পরে জুমার নামাজ আদায় করে বোনের বাড়িতে দুপুরের খাবার খান তিনি। পরে নিজ এলাকা ইছাখালী গ্রামের মানুষজনের সঙ্গে কুশলাদি বিনিময় শেষে গ্রামে ঘুরে বেড়ান। এরপর সন্ধ্যায় তিনি আবার ঢাকার বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা করেন।
উল্লেখ্য, জল্লাদ শাহজাহান ভুঁইয়া (৭৩) ৩১ বছর ৬ মাস ৭ দিন কারাভোগ করে রোববার (১৮ জুন) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।