স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে সাকিব আল হাসানকে রেখে স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বিমানও ধরেছিলেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ জানায় দেশের ক্রিকেট সমর্থকগোষ্ঠীর একটি অংশ। ওই পরিস্থিতিতে সবুজ সঙ্কেত না পেয়ে দুবাই থেকে ফিরে যান বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। তাকে বাদ দিতে বাধ্য হন নির্বাচকরা।
এর পরদিন সাকিবকে ফেরানোর দাবিতে মিরপুরে স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেন তার সমর্থকগোষ্ঠী। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই বিক্ষোভ এবার রূপ নিলো সহিংসতায়।
গত কয়েকদিন ধরেই সাকিব ভক্ত এবং তার বিরোধীরা বিক্ষোভ করছিলেন মিরপুরে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে। প্রথম টেস্টের আগের দিন রোববার যেন সব কিছুকে ছাড়িয়ে গেলেন তারা। দুই পক্ষের হাতাহাতি শেষ পর্যন্ত মারামারিতে রূপ নিলো। তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করতে বাধ্য হয়।
এ নিয়ে উত্তক্ত হয় সামাজিক যোগাযোগমাধ্যমও। কেউ তার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন। আবার কেউ তার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। তবে বেশিরভাগই সাকিবকে নিষিদ্ধের দাবি জানান।
তারা বলেন, সাকিব তো স্বৈরাচারের খুনি হাসিনার এমপি ছিল। যখন শেখ হাসিনার নির্দেশে প্রশাসন, ছাত্রলীগ ও যুবলীগ বাহিনীরা ছাত্র জনতার উপর গুলি করে হাজার হাজার মানুষ মারলো, তখন সেতো এর বিরোধীতা করলো না। কাজেই এতেই বুঝা যায় এর পেছনে সাকিবের সমর্থন ছিল। কাজেই তাকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।
জয়নুল আবেদীন নামে একজন ফেসবুকে লিখেছেন, সাকিব তথা জালিমকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালে যাদের মায়াকান্না হয়, তারাও জালিমের অন্তর্ভুক্ত।
মো. ইমদাদুল হোসাইন নামে এজন লিখেছেন, সাকিবকে খেলতে দেওয়া প্রশ্নই উঠে না। কারণ সাকিব একটা খুনি। তাকে আইনের আওতায় আনা হোক। দ্রুত সাকিবকে নিষিদ্ধ করা হোক।
অচেনা পাখি নামে এজন লিখেছেন, এরা আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়ে সাকিবকে টপিক বানিয়ে শান্ত পরিবেশকে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে এখন ছেড়ে দিলে আগামীতে আরও ভয়ংকর হয়ে রাস্তায় নামবে। কাজেই সাকিবকে নিষিদ্ধ করা হোক।
একজন লিখেছেন, বর্তমানে যারা শাকিবের সাপোর্ট করে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী। কাজেই সাকিব ভক্তরা হলো আওয়ামী লীগের লোক। সাকিবকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।